ছিল না লাক্সারি গাড়ি, রাস্তায় মিঠুনকে টেম্পো করে ফিরতে দেখে যা করেছিলেন অমিতাভ বচ্চন

গাড়ি ছিল না বলে টেম্পো করে ফিরছিলেন, এই অবস্থায় তাকে দেখে নিজের গাড়িতে তুলে নিয়েছিলেন বলিউডের ‘বিগ-বি’ অমিতাভ বচ্চন! তারপর থেকে দীর্ঘ ৪৫ বছর ধরে গভীর বন্ধুত্বের সম্পর্ক দু’জনের মধ্যে। কি অবাক হচ্ছেন তো? ভাবছেন কার সম্পর্কে কথা বলা হচ্ছে? আসলে আজ আমরা কথা বলছি বলিউড তথা টলিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর সম্পর্কে।
দুই ইন্ডাস্ট্রিতেই রাজত্ব করেছেন এই অভিনেতা। ‘মৃগয়া’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন তিনি। এরপর ‘তারানা’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় তার। তবে বলিউডে প্রবেশ করলেও প্রথমদিকে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন তিনি। এমনকি নিজস্ব গাড়িও ছিল না, তাইতো টেম্পোতে করেই যাতায়াত করতেন। সেই তথ্যই তুলে ধরেছেন তার ছোট ছেলে নমশি চক্রবর্তী।
আসলে খুব শীঘ্রই অভিনয় জগতে প্রবেশ করবেন তিনি। সেই কারণে বিভিন্ন সাক্ষাৎকারে দেখা যাচ্ছে তাকে। এই বিষয়ে তিনি জানিয়েছেন তার বাবা যখন ‘তারানা’ সিনেমায় অভিনয় করছিলেন তখন বিপরীতে থাকা অভিনেত্রীকে ভ্যানিটি ভ্যান এবং যাতায়াতের জন্য গাড়ি দেওয়া হলেও মিঠুনের যাতায়াতের জন্য কোনরকম সুবিধা দেওয়া হয়নি। ফলে টেম্পোতে করেই সেটে যাতায়াত করতেন তিনি।
অন্যদিকে তখন শিমলায় একটি সিনেমার শ্যুটিং করছিলেন অমিতাভ। তখন তিনি টেম্পোতে মিঠুনকে দেখেন আর রীতিমতো অবাক হয়ে যান। এরপর তাকে জিজ্ঞেস করেন তিনি ‘মৃগয়া’ সিনেমায় অভিনয় করেছিলেন কিনা। উত্তরে ‘হ্যাঁ’ বলার পর অমিতাভ তাকে জিজ্ঞেস করেন তার নিজস্ব গাড়িতে কোনো সমস্যা রয়েছে কিনা। উত্তরে মিঠুন জানান তার কোনো গাড়ি নেই। যা শোনামাত্রই তাকে নিজের গাড়িতে তাকে তুলে নিয়েছিলেন অমিতাভ। তখন থেকেই দু’জনের মধ্যে বন্ধুত্বের সূত্রপাত।