শরীর ফিট রাখতে এই কোম্পানির দুধ পান করেন মুকেশ আম্বানি, ১ লিটারের দাম জানলে চমকে যাবেন
মহারাষ্ট্রে রয়েছে একটি নামি দুধের কোম্পানি। আর এই কোম্পানিতে যারা দুধ নেন সেই গ্রাহক তালিকা দেখলে আপনার স্বাভাবিক মন একটু চমকাবেই। কারণ সেই গ্রাহক তালিকাটিতে কোনো সাধারণ মানুষের নাম নয়, রয়েছে দেশের অন্যতম ধনী মানুষজনদের নাম। সেই দুধের কোম্পানির নাম ‘ভাগ্যলক্ষ্মী’। দেশ সহ বিশ্বের ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানির নাম রয়েছে গ্রাহক তালিকায়। শুধু মুকেশ আম্বানিই নয়, এই তালিকায় নাম রয়েছে অমিতাভ বচ্চন, শচীন তেন্ডুলকর, হৃত্বিক রোশন থেকে সেলিব্রিটিদের নাম। এইসব তারকা থেকে সেলিব্রিটিদের বাড়িতে দুধ সরবরাহ করে এই সংস্থা।
এই সংস্থা এক লিটার দুধের দাম ধার্য করেছে ৯০ টাকা। দেশের অন্যান্য সংস্থার দুধের থেকে এই সংস্থার দুধ অনেকটাই ভালো। এই সংস্থার মালিক হলেন দেবেন্দ্র শাহ। দেবেন্দ্র যখন এই ব্যবসা শুরু করেন সেই সময় তার সংস্থায় ছিল মাত্র ১৭৫ জন গ্রাহক। বর্তমানে গ্রাহক সংখ্যা ২২,০০০। আর সেই তালিকায় রয়েছে দেশের নামি-দামি মানুষের নামও। এই কারণে সংস্থাটিও বেশ জনপ্রিয়। দেবেন্দ্রর ফার্মে রয়েছে ২ হাজারের বেশি ডাচ হোলস্টেইন গাই।
তাদের এক একটির দাম ১ লক্ষ টাকা পর্যন্ত। বর্তমানে গরুর দুধ দোহন থেকে প্যাকেট করা সমস্ত কাজ মেশিনের মাধ্যমে সম্পন্ন হয়। যার ফলে খুব অল্প সময়ে অনেক গরুর দোহন সম্ভব হয়। আর এরপর সেই দুধ ১৬৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাত্র ৩ ঘন্টার মধ্যে পৌঁছে যায় মুম্বাইতে গ্রাহকদের বাড়িতে। এর পাশাপাশি গাভীদের খাওয়ানো হয় RO ফিল্টার্ড জল। এছাড়া গোখাদ্য হিসেবে আলফা ঘাস, সয়াবিন, ভুট্টা জাতীয় পুষ্টিসমৃদ্ধ খাবার খাওয়ানো হয়।
কোনো গাভী অসুস্থ হলে তাকে সঙ্গে সঙ্গে চিকিৎসাধীন করা হয়। গাভীর এত যত্ন ও দেখভালের কারণে প্রতিদিন তারা গড়ে ২৫ হাজার লিটারের বেশি দুধ দোহন করতে পারে। এই সংস্থা ‘প্রাইড অফ কাউ’-এর রয়েছে প্রত্যেক গ্রাহকের জন্য নির্দিষ্ট আইডি। এই আইডিতে লগ ইন করে কোনো গ্রাহক দুধ অর্ডার করতে পারবেন এবং দুধ ডেলিভারির স্থান পরিবর্তন করতে পারবেন।