রঙিন বিকিনিতে মারকাটারি ফিগার, ‘বঙ্গকন্যা’ মৌনীর হট লুকে ঘায়েল ভক্তরা
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন মৌনী রায় (Mouni Roy)। নানান ধরনের পোশাকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে জুড়ি মেলা ভার অভিনেত্রীর। ছিপছিপে গড়নে অভিনেত্রী যেনো আরও আকর্ষণীয় হয়ে উঠেছেন। পেশাগত জীবনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি।
মাঝেমধ্যে নানান ছবি পোস্ট করতে দেখা যায় তাকে। বর্তমানে ‘দ্য এন্টারটেইনমেন্ট কনসার্ট’-এর জন্য মার্কিন মুলুকে টিমের সঙ্গে নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছেন রয়েছেন মৌনী। সেখান থেকেই সমুদ্র সৈকতের নানান ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি। আর সেই ছবিতে ঝড়ে পড়েছে উষ্ণতা।
এহেন ছিপছিপে গড়নে হট অবতারে নিজেকে ধরা দিয়েছেন মৌনী। একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে মৌনীকে দেখা গিয়েছে মাল্টি কালারের বিকিনিতে সমুদ্রের ধারে উষ্ণতা ছড়াতে। খোলা চুল ও চোখে রোদচশমায় হট বম্ব হয়ে উঠেছেন মৌনী।
এই ছবি ও ভিডিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে রীতিমতো ঝড় তুলেছেন তিনি। তবে শুধু মৌনী নয় টিমের সঙ্গে রয়েছেন মৌনী রায়, দিশা পাটানি, অক্ষয় কুমার, সোনম বাজওয়াদ রয়েছেন। তাদের সঙ্গেও মৌনীকে নানান মূহুর্তে ধরা পড়তে দেখা গিয়েছে।