খোলামেলা পোশাকের ফাঁকে উন্মুক্ত গোপনাঙ্গের খাঁজ, ‘বঙ্গকন্যা’ মৌনির এমন লুকে ঘায়েল ভক্তরা

Advertisement

খোলামেলা পোশাকে দেখা গেলো মৌনির গোপন জিনিস; উত্তাল তার ভক্তরা। বাঙালি অভিনেত্রী মৌনি রায় বলিউড ও টলিউড দুই জায়গাতেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। পশ্চিমবঙ্গের একটি ছোট্ট জায়গা কোচবিহার থেকে উঠে এসে তিনি মুম্বাই শহরে নিজের একটি শক্ত জায়গা প্রতিষ্ঠা করেছেন। শুধুমাত্র অভিনয় দক্ষতায় নয় ফ্যাশন এবং স্টাইলের জন্য তিনি যথেষ্ট পরিচিত। মৌনির অপরূপ সৌন্দর্য ও টোনড ফিগার এ ভক্তরা এমনিতেই অভিভূত। তবে সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় এই অভিনেত্রী। সেখানে তাকে বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখেন তার ভক্তরা।

Advertisements

কখনো শাড়ি পড়ে অপরূপ লাশ্যময়ী রূপে, আবার কখনো বিকিনি পড়ে হট লুকে। সব রকম ভাবেই তিনি নজর কেড়েছেন তার ভক্তদের। গ্রীষ্মের শুরুতেই তার হট লুক আবার উত্তাপ বাড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে। অভিনেত্রী সম্প্রতি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি হট ছবি আপলোড করেছেন, যা মন কেড়েছে দর্শকদের। ছবিতে তাকে দেখা যাচ্ছে গোলাপি ও সিলভার রংয়ের ঝলমলে সরু ফিতের ডিপনেক থাই-স্লিট গাউনে। এই উন্মুক্ত পোশাকের জন্য কখনো দৃশ্যমান হয়েছে তার সুডৌল বক্ষবিভাজিকা, কখনো উন্মুক্ত হয়েছে তার ফর্সা উরু, কখনো আবার দেখা গেছে নিটোল পৃষ্ঠদেশ।

Advertisements

অপরূপ মেক আপ এর জন্য যেন আরো বেশি সুন্দর লাগছে এই অভিনেত্রীকে। গোলাপি দেওয়ালের সামনে অভিনেত্রী তার একাধিক পোজ লেন্সবন্দি করেছেন। প্রতিটি ছবিতেই তার লাস্যময়ী ভাব যেন আরো বেশি ফুটে উঠেছে। তার এই রূপেই পাগল হয়েছেন তার অনুরাগীরা। কখনো ভালোবাসা আবার কখনোও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাকে, সেটা বলার আর অবকাশ রাখেনা।তার বিভিন্ন রূপে বারবার ঘায়েল হয়েছে তার ভক্তবৃন্দরা।

 

View this post on Instagram

 

A post shared by mon (@imouniroy)

বলিউডে অনেকদিন আগেই পা রেখে ফেলেছেন এই অভিনেত্রী। নিজের দক্ষতা দিয়ে আগেই নিজের জায়গা বলিউডে পাকা করেছেন এই অভিনেত্রী। সম্প্রতি তাকে দেখা গেছে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। এই সিনেমাটিতে খলনায়িকার চরিত্রের সুন্দরভাবে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন মৌনি। এছাড়া বিভিন্ন মিউজিক অ্যালবামেও তাকে দেখা গেছে। জুবিন নটিয়ালের ‘দোতারা’ গানের ভিডিওতে মৌনি এককাপড়ে স্নানঘর থেকে সাহসী দৃশ্যে ধরা দিয়েও ঘাম ঝড়িয়েছেন ভক্তদের।

Related Articles