বিনোদনভাইরাল ভিডিও

পুরুষদের রাতের ঘুম উড়াল সাহসী দৃশ‍্যে ভরপুর ওয়েব সিরিজ ‘গুলাবজামুন’, ভুলেও কচি-কাঁচাদের সামনে দেখবেন না

গত কয়েক বছরে ভারতের রম রমরমে বৃদ্ধি পেয়েছে ওয়েব সিরিজের চাহিদা। বিশেষত করোনাকালীন সময় থেকেই ভোল বদলে গেছে বিনোদন জগতের। হলে গিয়ে সিনেমা দেখার পাশাপাশি ফোনে ওটিটি প্ল্যাটফর্ম গুলিতে ওয়েব সিরিজ দেখা পছন্দ করছেন দর্শকরা। নিজের সময় মত, ইচ্ছে মতো এপিসোড দেখার সুযোগ মেলার ফলে আর নতুন ধারার গল্পের কারণে এই মুহূর্তে জনপ্রিয় হয়ে উঠেছে ওয়েব সিরিজ গুলি।

তবে নেটফ্লিক্স amazon prime এর ওয়েব সিরিজের পাশাপাশি বর্তমানে বেশ জনপ্রিয়তা পাচ্ছে অ্যাডাল্ট ওয়েব সিরিজগুলিও। প্রায় লক্ষ লক্ষ ভিউজ পেরোচ্ছে সেইসব সিরিজে। উষ্ণ ও সাহসী দৃশ‍্যে ভরপুর সেইসব এডাল্ট সিরিজগুলি দেখতে অনেকের ভিড় জমান কোকু, উল্লুর মতোন প্লাটফর্মে। সম্প্রতি ইন্টারনেট দুনিয়াতে রাজ করেছে এমনই এক এডাল্ট ওয়েব সিরিজ যার কিছু দৃশ্য ঘুম কেড়ে নিয়েছে দর্শকদের। যাদের এডাল্ট ওটিটি প্লাটফর্মে নিত্য যাতায়াত তাদের কাছে পরিচিত মুখ রাজসী ভার্মা।

এর আগেও বহু সিরিজের নিজের সাহসী বোল্ড অবতার দিয়ে নজর কেড়েছেন তিনি। এবার সামনে এসেছে তারই আরেক ওয়েব সিরিজ। যদিও রাজসী অভিনীত “গুলাবজামুন” সিরিজটি গতবছরই কোকুতে রিলিজ করেছিল। তবে নতুন বছর তা নতুন করে সাড়া ফেলছে দর্শকদের কাছে। সিরিজটির গল্প অনুযায়ী এমন এক ধরনের ওষুধ আছে যা শারীরিক মিলনের ক্ষমতা অনেকক্ষণ বাড়িয়ে দেয়।

লাভ পোশন নামের এই ওষুধটি গোলাপ জামুন এর সাথে মিশিয়ে খাইয়ে একাধিক শারীরিক সম্পর্ককে লিপ্ত হন এক ব্যক্তি। এই নিয়ে গল্প, তবে কে কার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াবে, শেষ পর্যন্ত কি হবে এইসব জানতে অবশ্যই দেখতে হবে সিরিজটি। সিরিজে লজ্জার সমস্ত সীমা অতিক্রম করে গেছে রাজসী, একাধিক বেডসীনে দেখা মিলবে তার। দেরি না করে এখনই দেখে নিন সিরিজটি।