সাদা নেটের জামাতে Super Hot মনামী, দেখে ‘রসালো আম’ বললেন নেটিজেনরা
টলি পাড়ার গ্ল্যামারাস অভিনেত্রীদের তালিকা মাথায় এলেই প্রথমেই যার নাম ভেসে ওঠে তিনি হলেন মনামী ঘোষ (Monami Ghosh)। ধারাবাহিক থেকে অভিনয় জীবন শুরু হলেও বর্তমানে তিনি একজন তাবড় অভিনেত্রী। তার জনপ্রিয়তা এখন গগনচুম্বী। নিজের অভিনয় দক্ষতার জেরে আজ তিনি সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। একের পর এক ধারাবাহিকে অভিনয় করলেও এখন তার অভিনয় দেখতে পাওয়া যায় বড় পর্দায়।
ওয়েব সিরিজেও পা রেখেছেন অভিনেত্রী। মাত্র ১৭ বছর বয়সে অভিনয় জগতে প্রবেশ করেছেন তিনি। তবে এখনও টিকে রয়েছেন নিজের অভিনয় ও সৌন্দর্য্যের বলে। বয়স বাড়লেও নিজেকে তিনি যেভাবে ফিট রাখেন তা যেন সকলের কাছে এক অনুপ্রেরণা বয়ে আনে। শরীরচর্চার মধ্যে দিয়ে একেবারে স্লীম এবং ফিট রেখেছেন তিনি নিজেকে।
মাঝেমধ্যে অভিনেত্রী ঘুরতে বেরিয়ে পড়েন। নিজেকে ভালো রাখার দায়িত্ব যে একান্ত নিজের তা অভিনেত্রীকে দেখলে স্পষ্ট হয়। সম্প্রতি থাইল্যান্ড বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি তাকে পোস্ট করতে দেখা গিয়েছে। সম্প্রতি জাহাজের উপর একটি ছবি পোস্ট করতে দেখা গিয়েছে। তার পরনে রয়েছে বিকিনি ও সাদা নেটের জামা।
আর এই নেটের জামাতেই বাঁধল যত বিপত্তি। অনেকে অভিনেত্রীকে ‘রসালো আম’-এর সঙ্গে তুলনা করেন। বর্তমানে বাজারে ফলের গায়ে একধরনের সাদা নেট দেওয়া থাকে। অভিনেত্রীর পরনের জামাকে ফলের সেই নেটের সঙ্গে তুলনা করেছেন অনেক নেটিজেন। যদিও ছবিগুলির প্রশংসা করেছেন অমেকেই।