মনামীর এমন জলকেলিতে নজর আটকাল আট থেকে আশির, দেখুন ফটো গ্যালারি
টলি পাড়ার গ্ল্যামারাস অভিনেত্রীদের মধ্যে তালিকায় প্রথমেই যেই নামটি আসে তিনি হলেন মনামী ঘোষ (Monami Ghosh)। ছোটো পর্দা থেকে অভিনয় শুরু তার। এরপর ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠেন। বড় পর্দার পাশাপাশি ওয়েব সিরিজেও পা দিয়েছেন তিনি। এছাড়া তাকে দেখা যায় রিয়েলিটি শো-এর বিচারক হিসেবে। তাই টলিউডে তার জনপ্রিয়তা নতুন করে বলার নেই।
বয়স বাড়লেও নিজেকে দারুণ সতেজ রেখেছেন তিনি। এরই মাঝে নিজের জন্মদিন কাটাতে থাইল্যান্ড গিয়েছিলেন তিনি। নিজের জীবনকে নিজের মতন করে কাটাতে ভালোবাসেন অভিনেত্রী। তাই জন্মদিনকে উদযাপন করতে বিদেশ পাড়ি দিলেন অভিনেত্রী। সেখানে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করবেন না তা আবার হয় নাকি।
তাই থাইল্যান্ডের সমুদ্রে জলকেলি করতে গিয়ে নানান মূহুর্তে ক্যামেরাবন্দী হলেন তিনি। নানান রং-এর বিকিনিতে নিজেকে সাজিয়ে তুললেন অভিনেত্রী। আর সেই পোস্ট করে রীতিমতো সকলের মনে ঝড় তুললেন তিনি। মাল্টি কালারের বিকিনিতে তাকে দেখা গিয়েছে। কখনও সমুদ্রের ধারে পোজ দিয়েছেন তিনি।
দোলের আগেই অভিনেত্রী নিজেকে রঙিন পোশাকে রাঙিয়েছেন। আর সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন,”মৎসকন্যারা কি দোল খেলে?” অভিনেত্রীর ছবি দেখে ঘুম উড়েছে আট থেকে আশির। বয়স বাড়লেও অভিনেত্রীকে দেখে বোঝার উপায় নেই। নিজেকে রাঙিয়ে তুলতে বেশ সিদ্ধহস্ত তিনি। ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছেন নিমেষেই।