Monalisa: ট্রান্সপারেন্ট শাড়ির ফাঁকে চকচকে ফর্সা শরীর, এমন পোজে ফের ভাইরাল ঝুমা বৌদি

Advertisement

Monalisa: ট্রান্সপারেন্ট শাড়িতে শরীরের বিভিন্ন অংশ স্পষ্ট করে নেটদুনিয়ায় আগুন ধরালেন মোনালিসা, ভাইরাল ভিডিও। ভোজপুরি (Bhojpuri) ইন্ডাস্ট্রির সুন্দরী নায়িকা মোনালিসা (Monalisa)। যাঁর আসল নাম অন্তরা বিশ্বাস (Antara Biswas)। তবে ইন্ডাস্ট্রিতে তিনি মোনালিসা হিসেবেই পরিচিত। তবে শুধু ভোজপুরি নয়, বাংলা, হিন্দি ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন মোনালিসা।তবে অভিনয় জগতের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ দাপট রয়েছে লাস্যময়ী মোনালিসার।

Advertisements

বলা যায় নেটদুনিয়ায় আগুন ধরাবার ওস্তাদ মোনালিসা (Monalisa)। প্রায়ই ওয়েস্টার্ন লুক হোক বা বঙ্গনারী যে কোনো সাজেই মোহময়ী রূপে নেটদুনিয়ায় আবির্ভাব হয় মোনালিসা। যা দেখে প্রশংসা না করে থাকতে পারেনা নেটবাসী।সম্প্রতি আবারও নেট দুনিয়ায় আগুন ধরালেন লাস্যময়ী মোনালিসা। ট্রান্সপারেন্ট শাড়িতে শরীরের বিভিন্ন অংশ স্পষ্ট করে ঘুম কাড়লেন নেটজনতার।

Advertisements

৪০ ছুঁই ছুঁই অভিনেত্রীর গ্ল্যামারের কুপোকাত হয় সকল নেট নাগরিক। ইনস্টাগ্রামে ফ্যান ফলোয়িং রয়েছে প্রচুর। ৫.৩ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে মোনালিসার।তবে সম্প্রতি নেটদুনিয়ায় অভিনেত্রী পোস্ট করেছেন একটি ভিডিও। যেখানে গোলাপি রঙের ট্রান্সপারেন্ট শাড়িতে দেখা দিয়েছে অভিনেত্রী মোনালিসা (Monalisa)-কে। তার সাথে ম্যাচিং করে পড়েছেন গোলাপি রঙের অফ সোল্ডার ব্লাউজ। সাথে মানানসই সাজ। এই সাজে অভিনেত্রীকে এতটাই সুন্দর লাগছে যা বলে বোঝানো যাবে না।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

এই ভিডিওটিতে অভিনেত্রীকে শাড়ির আঁচল নিয়ে এদিক-ওদিক ঘুড়ে আনন্দে উচ্ছেসিত হয়ে নাচতে দেখা গিয়েছে। আর এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শোনা গিয়েছে ‘কেয়া মোহাব্বত হ্যায়’ (Kya Mohabbat Hai) গানটি। ইতিমধ্যে এই ভিডিওটি পছন্দ করেছেন প্রায় ১৪ হাজারেরও বেশি মানুষ। অভিনেত্রীর মোহময়ী লুক দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটজনতা। ভিডিওটি না দেখে থাকলে আপনিও চট করে দেখে নিন।

Related Articles