বিনোদন

দুধসাদা বিছানায় বসে সোনালি রোদ গায়ে মাখলেন ঝুমা বৌদি, দেখে ঘুম উড়েছে অনুরাগীদের

এমনিতে তিনি ভোজপুরি ইন্ডাস্ট্রি খুব পরিচিত চেহারা, তিনি এমন এক মানুষ যাকে লাইম লাইটে থাকার জন্য কোনরকম সিনেমার প্রয়োজন পড়ে না সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করলেই তিনি হয়ে ওঠেন ভাইরাল। তাকে খবরে থাকার জন্য বিশেষ কিছুই করতে হয় না।বলা হচ্ছে ভোজপুরি চলচ্চিত্রের পর্দা কাপানো অন্তরা বিশ্বাসের কথা। কি এই নামটা কি অচেনা অচেনা ঠেকলো। তাহলে মোনালিসা বললে কিন্তু চিনতেই পারবেন।

হ‍্যা বাংলা ছবি জগতের দুপুরে ঠাকুরপোর দ্বিতীয় কিস্তিতে ঝুমা বৌদি হিসাবে জনপ্রিয় হওয়া মোনালিসার কথাই বলা হচ্ছে। নিজের বোল্ড অবতারেই দর্শকদের রাতের ঘুম উড়ান তিনি।সম্প্রতি ফের নিজের ছবি পোস্ট করে দর্শকদের রাতের ঘুম ওড়ালেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় একটিভ এই অভিনেত্রী মাঝেমধ্যেই নানান পোশাকে সজ্জিত হয়ে নিজেকে সামনে আনেন।

সম্প্রতি শীতের শেষে এমনই এক উষ্ণতায় মোরা ছবি দিয়ে ভক্তদের মনে উষ্ণতা বাড়ালেন তিনি।তিনি নিজের যে ছবিটি শেয়ার করেছেন তাতে যাকে দেখা গেল অরেঞ্জ ও আকাশি রং এর প্রিন্টেড অন্তর্বাস ও কালারফুল অরেঞ্জ রঙের মিনি স্কার্টে। পোশাকের ফাঁক থেকে উন্মুক্ত সুগভীর বক্ষ বিভাজিকা, তার সুডৌল শরীরের ভাঁজ তাকে করে তুলেছে হটবম্ব।

দুধ সাদা বিছানায় বসে গায়ে সকালের রোদ মাখতে মাখতে লেন্সবন্দি হয়েছেন তিনি। ছবিটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন “ছায়া রৌদ্রের অস্তিত্ব প্রমাণ করে।” ইতিমধ্যে তার এই ছবি মন কেড়ে নিয়েছে দর্শকের। বয়স ৪০ পেরোলেও তিনি নজর কেড়েছেন অষ্টাদশ যুবকদেরও। ঘরের মধ্যে এমন আবেদনময়ী রূপে প্রিয় ঝুমা বৌদিকে দেখে ঘুম উড়েছে তার অনুরাগীদের।