দুধসাদা শাড়ির ফাঁকে উন্মুক্ত ক্লিভেজ, হট পোজে পুরুষ ভক্তদের ঘুম কাড়লেন ঝুমা বৌদি

Advertisement

ভোজপুরী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা হলেন মোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস (Antara Biswas)। ডবে তিনি বলি পাড়ায় বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন। এভাবেই ধীরে ধীরে জনপ্রিয় হয়ে গিয়েছেন অভিনেত্রী অন্তরা বিশ্বাস। অন্তরা একজন বাঙালি হলেও তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে অভিনয় করার সুযোগ পাননি।

Advertisements

তবে তিনি ‘হইচই’ প্ল্যাটফর্মে ‘দুপুর ঠাকুরপো’-তে ‘ঝুমা বৌদি’ চরিত্রে অভিনয় করেন। এরপর বাংলায় তার জনপ্রিয়তা বাড়তে শুরু করে।ঝুমা বৌদি নিজের সোশ্যাল হ্যান্ডেলে বেশ সক্রিয়। মাঝেমধ্যে নানান পোজে সোশ্যাল হ্যান্ডেলে ছবি পোস্ট করে থাকেন তিনি। কখনও তাকে বাঙালিয়ানায় আবার কখনও পশ্চিমী পোশাকে দেখা যায়।

Advertisements

আর এই সাজে সকলের হৃদয়ে ঝড় তোলেন মোনালিসা। সম্প্রতি তাকে দেখা গিয়েছে নতুন অবতারে। তিনি সম্প্রতি ছবি পোস্ট করেছেন। যেখানে তাকে নতুন লুকে দেখা গিয়েছে। মোনালিসার পরনে রয়েছে দুধসাদা রংয়ের উপর কালো সার্কেল প্রিন্টেড ফিনফিনে শাড়ি এবং কালো রংয়ের সরু ফিতের ব্যাকলেস ডিপনেক ব্লাউজ।

সঙ্গে মানানসই মেকাপ ও খোলা চুলে আকর্ষণীয় হয়ে উঠেছেন। তার এই সাজে তাকে আরও অল্প বয়স্কা মনে হচ্ছে। আট থেকে আশি সকলেই তার এই ছবিতে ঘায়েল হয়েছেন। দিনের আলোয় তিনি ক্যামেরাবন্দী হয়েছেন। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “পলকা বিন্দুসমূহ”। তার সাজ দেখে নেট দুনিয়ার সকলের ঘুম ছুটেছে। সকলেই কমেন্ট বক্সে নানান মন্তব্য করেছেন।

Related Articles