নীল পুলের ধারে স্বল্প বিকিনিতে লাস্যময়ী ঝুমা বৌদি, দেখে চোয়াল শক্ত হল পুরুষ ভক্তদের
মোনালিসা (Monalisa) বাংলার মেয়ে হলেও বাংলায় সেভাবে কাজের সুযোগ পাননি। ভোজপুরি ইন্ডাস্ট্রিতে একটি জনপ্রিয় নাম হল মোনালিসা। বর্তমানে পর্দায় মোনালিসাকে সেভাবে দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। নিজের ভক্তদের কখনই তিনি আশাহত করেন না। সামাজিক মাধ্যমে পোস্ট করে থাকেন একাধিক ছবি ও ভিডিও। সম্প্রতি তিনি নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন।
বর্তমানে শীতের মরশুম শেষ হয়ে ধীরে ধীরে গ্রীষ্মের হাতছানি দেখা যাচ্ছে আকাশে বাতাসে। শীতের এই শেষ মরশুমটি গায়ে মেখে নিয়ে কালচে সবুজ রং-এর হল্টারনেক বিকিনিতে নিজেকে মুড়ে ফেললেন তিনি। এটি হাই ওয়েস্ট বিকিনি। ফাঁক দিয়ে তার নাভি রয়েছে উন্মুক্ত। এটি পুশআপ বিকিনি হওয়ার ফলে স্তনের কিছুটা অংশ দৃশ্যমান রয়েছে।
চুল মাথায় খোঁপা করা রয়েছে তার। এমন পোশাকে সুইমিং পুলের নীল জলরাশির ধারে বসে রয়েছেন মোনালিসা৷ কখনও তাকে দেখা গিয়েছে নীল জলে পা ডুবিয়ে চারিদিকে জল ছেটাতে। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ঢেউ তৈরি করা যাক। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় নিমেষেই হয়ে গিয়েছে ভাইরাল। নানান মন্তব্যে ভরে উঠেছে কমেন্ট বক্স।
অভিনেত্রী ভোজপুরি ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হলেও প্রথম জনপ্রিয়তা পান ‘বিগ বস’-এর ঘর থেকে। এরপর বেশ কিছু হিন্দি ধারাবাহিকে অভিনয় করেন। বাংলা ইন্ডাস্ট্রিতে তিনি ‘দুপুর ঠাকুরপো সিজন ২’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন। ‘ঝুমা বৌদি’ নামে এখনও অনেকেই তাকে মনে রেখেছে।