হলুদ শাড়ি, কপালে লাল টিপ, মারকাটারি ফিগারে কোমড় দুলিয়ে ঝড় তুললেন ঝুমা বৌদি

Advertisement

ভিডিও পোস্ট করে আবারো নেটদুনিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী মোনালিসা (Monalisa)। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে মোনালিসার আরো একটি ভিডিও। যেখানে সাবেকি রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। যা দেখে নিজেদেরকে কন্ট্রোল করতে পারছেন না পুরুষ নেটজনতা।

Advertisements

ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রথম সারির অন্যতম এক অভিনেত্রী হলেন মোনালিসা (Monalisa)। যার রূপ-সৌন্দর্য এবং অভিনয়ে ঘায়েল হয় সকল দর্শক। অভিনয় জগতের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ দাপট রয়েছে অভিনেত্রী মোনালিসার। রিল ভিডিও বানিয়ে দর্শকদের চমক দিয়ে জায়গা করে নিয়েছেন সুন্দরী অভিনেত্রী।

Advertisements

তবে সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটিতে সাবেকি রূপে দেখা গিয়েছে অভিনেত্রী মোনালিসা (Monalisa)-কে। অভিনেত্রীর পরনে রয়েছে কাঁচা হলুদ রঙের শাড়ি। লাল রঙের ঘটি হাতা ব্লাউজ, কপালে বড় লাল টিপ, কার্ল করা খোলা চুল এবং কানে রয়েছে চুলের সাথে আটকানো কানের। আর এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা গিয়েছে “বড় লোকের বেটি লো” (Boro Loker Beti Lo) গানটি।

ভিডিওটিতে অভিনেত্রীকে কখনো মন্দিরের সিঁড়ি দিয়ে নামতে দেখা যাচ্ছে, আবার কখনো কখনো নানা ধরনের পোজ দিতে দেখা যাচ্ছে। যা রীতিমতো দর্শকদের ঘুম কাড়তে বাধ্য। তাঁর সাজগোজ দেখে মনে হবে একেবারে নতুন বউ। ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে এই ভিডিও।

তবে কাজের কথা বলতে গেলে, অভিনেত্রী ভোজপুরির পাশাপাশি বাংলা-হিন্দি ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। বাংলা ছবি “দুপুর ঠাকুরপো” (Dupur Thakurpo)-তে লাস্যময়ী রূপে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মনে ঝড় তুলেছেন অভিনেত্রী মোনালিসা (Monalisa)। তবে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে তাঁর আলাদাই একটা পরিচিতি রয়েছে।

Related Articles