বলিউডকে এগিয়ে নিয়ে যেতে ‘মহাগুরু’ই ভরসা! চার দশক পর ফিরছে ‘ডিস্কো ডান্সার’

Advertisement

বলিউডের এভারগ্রীন ছবির মধ্যে জনপ্রিয় ছবি হল ‘ডিস্কো ড্যান্সার’। এই ছবিতে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakroborty) অভিনয় ও নাচ তাকে গোটা দেশের মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিল। কলকাতার এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে বলিউডে নিজের অভিনয় দক্ষতা ও নাচের স্টেপ দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন এক বাঙালি ছেলে মিঠুন চক্রবর্তী। তিনি বলিউড থেকে টলিউড সব জায়গায় নিজের অভিনয় দিয়ে জনপ্রিয়তায় পৌঁছে গিয়েছেন।

Advertisements

Advertisements

‘মৃগয়া’ ছবির জন্য তিনি জাতীয় পুরষ্কার পেলেও ‘ডিস্কো ড্যান্সার’ তাকে এক অন্য জায়গায় নিয়ে গিয়েছিল। এই ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে মিঠুনকে এনে দিয়েছিল এক অন্য জগত। বাংলা সহ বাঙালির খ্যাতিও বেড়ে গিয়েছিল তারপর। এবার শোনা যাচ্ছে, চার দশক পর আসতে চলেছে এই ছবির সিক্যুয়েল। ১৯৮২ সালে মুক্তি পায় ‘ডিস্কো ড্যান্সার’। এই ছবির গান ও নাচে ঝড় তুলেছিল মিঠুন চক্রবর্তী ও বাপ্পি লাহিড়ী যুগলবন্দী।

সিনেমাটি মুক্তি পাওয়ার ৪১ বছর কেটে গেলেও এটির সিক্যুয়েল আনার কথা কেউ ভাবেনি। এই ছবির পরিচালক ও প্রযোজক ছিলেন বি সুভাষ। তবে এবার শোনা যাচ্ছে তিনি প্রয়োজনার দায়িত্ব শুধু সামলাবেন। সিক্যুয়েল ছবিটি পরিচালনা করবেন নীতিন কুমার গুপ্তা। শোনা যাচ্ছে, প্রথম ছবিটি যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে দ্বিতীয় ছবি।

তবে শোনা যাচ্ছে, সিক্যুয়েল ছবিতেও দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। সূত্রের খবর, এখনও পর্যন্ত তার কাছে খবর না গেলেও জিমি চরিত্রে ফের দেখা যাবে মিঠুনকে, এমনটাই ইচ্ছে নির্মাতাদের। তবে ছেলের ভূমিকায় কাকে দেখা যাবে তা এখনও জানা যায়নি।

Related Articles