বিনোদন

‘না খেতে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন বাবা’, অতীতের স্মৃতি হাতড়ে চোখে জল ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীর

অভিনয় করতে চান বলে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তার বাবা! এমনকি খেতে পর্যন্ত দেননি তাকে। সম্প্রতি পুরনো দিনের এমনই স্মৃতি ‘ডান্স বাংলা ডান্স’এর মঞ্চে তুলে ধরলেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। বলিউড তথা টলিউডে রীতিমতো রাজত্ব করেছেন এই অভিনেতা। এখনো তার সিনেমা মানেই সুপারহিট। বাংলা থেকে যে কয়েকজন মানুষ বলিউডে জনপ্রিয়তা অর্জন করেছেন তার মধ্যে অন্যতম হলেন তিনি।

বর্তমানে ‘ডান্স বাংলা ডান্স’এর মঞ্চে মহাগুরুর আসনে রয়েছেন এই অভিনেতা। দীর্ঘ ১০ বছর পর এই শো’এর মাধ্যমে টেলিভিশনে ফিরলেন তিনি। সম্প্রতি সেখানেই নিজের জীবনের কিছু কথা তুলে ধরেছিলেন তিনি। জানিয়েছেন কীভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের পরিচিতি করে তুলেছেন। আসলে সাম্প্রতিক একটি পর্বে হাজির হয়েছিলেন দেবশ্রী রায়।

সেদিনই এক প্রতিযোগী ‘প্রজাপতি’ সিনেমার ‘বাবা তুমি আমার হিরো’ গানের উপরে পারফরম্যান্স করে। পারফরম্যান্স শেষ করার পর রীতিমতো কান্নায় ভেঙে পড়ে সে। যা দেখার পর চোখে জল এসে যায় অন্যান্য বিচারক-সহ বিশেষ অতিথি দেবশ্রী রায়ের। এরপর তাকে সামলে মিঠুন চক্রবর্তী বলেন, ‘শিল্পীরা ইমোশনাল হয় না। অন্যদের ইমোশনাল করে।’

এরপরে তিনি নিজের বাবার স্মৃতি রোমন্থন করেন। জানান কলকাতার এক মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলেন তিনি। পরিবার কখনোই চাননি অভিনয় জগতে যান মিঠুন। তাইতো তার বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন তাকে। এমনকি খেতে পর্যন্ত দেননি। বাড়ি ছেড়ে মুম্বাই পাড়ি দিয়েছিলেন নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে। তবে কেরিয়ারের এই পর্যায়ে এসে তিনি বাবাকে ধন্যবাদ জানিয়েছেন। কারণ, বাড়ি থেকে না বের করে দিলে তারকা হতে পারতেন না।