‘বেশি চালাক, আমি মুখ খুললে…’ সালমানের বিরুদ্ধে বিস্ফোরক মিঠুন চক্রবর্তী!

তিনি যদি মুখ খোলেন তাহলে আর পালাবার পথ পাবেন না অভিনেতা সলমন খান। সম্প্রতি এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তী! যা শোনার পর সকলের মনে একটাই প্রশ্ন তাহলে সলমন খানের সম্পর্কে এমন কী কী গোপন তথ্য জানেন মিঠুন যে তিনি মুখ খুললে পালাবার পথ পাবেন না ওই অভিনেতা?
বলিউড ইন্ডাস্ট্রিতে এই দু’জনের নামই সবার পরিচিত। একজন বলিউডের বর্ষীয়ান অভিনেতা, পাশাপাশি রাজত্ব করেছেন টলিউডেও। অন্যদিকে সলমন বলিউডের ‘ভাইজান’। তবে অভিনেতা হওয়ার পাশাপাশি এই দু’জনের মধ্যে বেশ ভালো বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। শুধু তাই নয় মিঠুনকে দাদা হিসেবেই ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন সলমন।
সম্প্রতি এই বিষয়ে একটি সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন মিঠুন। জানিয়েছেন খান পরিবারের প্রতি তিনি কতখানি কৃতজ্ঞ। তিনি জানিয়েছেন তার একটি সিনেমায় সলমন সহ-পরিচালকের কাজ করেছিলেন। শ্যুটিংয়ের সময় নাকি তার পাশে এসে বসে থাকতেন সলমন। যদিও তখন নাকি তিনি এতোখানি জনপ্রিয় ছিলেন না। বাবা সেলিম খানের নামেই পরিচয় পেয়েছিলেন।
মিঠুন জানিয়েছেন সালমানকে অনেকেই ভুল বোঝেন। তবে তিনি এমন একজন মানুষ যাকে নাকি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলা যায়। শুধু তাই নয় সলমনকে ‘শেরদিল’ বলে উল্লেখ করেছেন তিনি। সলমন মিঠুনকে বড়ো দাদা হিসেবে ভালোবাসেন। তাই অনেক গোপন কথা তার কাছে জানিয়েছেন তিনি। তাইতো মিঠুনের বক্তব্য সলমন নিজেকে চালাক মনে করলেও তিনি যদি মুখ খোলেন, তাহলে আর পালাবার পথ পাবেন না।