‘আমি গর্বিত আমি বউয়ের হাতে মার খাই’, যোগিতা বালিকে নিয়ে বিস্ফোরক মিঠুন চক্রবর্তী!
তিনি গর্বিত যে তিনি বউয়ের হাতে মার খান, আর পৃথিবীর সকল পুরুষেরাই নাকি তাদের বউয়ের হাতে মার খেয়ে থাকেন! এমনই মন্তব্য করলেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী! বলিউড হোক বা টলিউড এই অভিনেতা রীতিমতো রাজত্ব করেছেন কয়েক দশক ধরে। এমনকি এখনো তার সিনেমা মানেই সুপারহিট। কেরিয়ারে যেমন তিনি সফল তেমনি সফল ব্যক্তিগত জীবনেও।
১৯৭৯ সালে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন যোগিতা বালির সাথে। এরপর পেরিয়ে গিয়েছে ৪০ বছরেরও বেশি সময়। সম্পর্কের বয়স যত বেড়েছে ততই মজবুত হয়েছে তাদের বন্ধন। অন্যদিকে মিঠুনের সাথে বিয়ে হওয়ার পরেই অভিনয় জগত ছেড়েছেন যোগিতা। তবে বাড়িতে যে তার কথাই চলে তা বোঝা গিয়েছে মিঠুনের কথাতেই। সম্প্রতি সেরকমই একটি মন্তব্য করেছেন তিনি।
বড়োপর্দার পাশাপাশি ছোটপর্দার রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’এ মহাগুরুর আসন রঙীন করে থাকেন মিঠুন। বহু বছর পর আবার তিনি সেই আসনে বসেছেন। সঞ্চালক অঙ্কুশ হাজরা তার সাথে নানান সময় নানান খুনসুটিতে মেতে ওঠেন। আর নিজের বয়স এবং গাম্ভীর্য ভুলে গিয়ে সকল প্রতিযোগীর সাথে মিঠুনও সেই হাসি ঠাট্টায় যোগ দেন।
সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে মিঠুনকে দেখিয়ে এক পুচকে প্রতিযোগীকে অঙ্কুশ বলছেন, ‘ওই লোকটাকে দেখছিস, রোজ বউয়ের হাতে মার খায়।’ যা শুনে সঙ্গে সঙ্গে মিঠুন বলে ওঠেন, ‘আমি গর্বিত যে মার খাই। কারণ, আমি যদি বলি আমি মার খাই না তাহলে যখন এটা টেলিকাস্ট হবে, তখনকার ধোলাইটা কি তুই খাবি?’ এছাড়া তিনি বলেন বউয়ের হাতে সকল গর্বিত পুরুষরাই মার খায়। যা বলামাত্রই হাসির রোল ওঠে মঞ্চজুড়ে।