‘ডিস্কো ডান্সার’ এবার কাবুলিওয়ালা! নতুন অবতারে ঝড় তুলতে আসছেন মিঠুন চক্রবর্তী

Advertisement

খুব শীঘ্রই এবার ‘কাবুলিওয়ালা’ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে! যা শোনার পর থেকেই উচ্ছ্বাস দর্শকমহলে। আসলে এই অভিনেতাকে পর্দায় দেখার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন দর্শকেরা। দীর্ঘ সময় পর্যন্ত পর্দায় না দেখা গেলেও কিছুদিন আগেই তাকে দেখা গিয়েছে ‘প্রজাপতি’ নামক সিনেমায়। যেখানে তার অভিনয় ভীষণই প্রশংসিত হয়েছে দর্শকমহলে

Advertisements

আর এবার খুব শীঘ্রই থাকে কাবুলিওয়ালার চরিত্রে দেখা যাবে। পরিচালক সুমন ঘোষের পরিচালনায় তৈরি হবে এই সিনেমাটি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প অনুসারে সিনেমাটি তৈরি হলেও পাল্টে যাবে সময়ের প্রেক্ষাপট। শ্যুটিংয়ের ক্ষেত্রেও বেশ চমক থাকছে সকলের জন্য। কারণ, কলকাতার পাশাপাশি লাদাখে সিনেমার বেশ কিছু অংশের শ্যুটিং হবে।

Advertisements

এখানেই শেষ নয় জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আফগানিস্তানেও শ্যুটিং হতে পারে। এখন থেকেই শ্যুটিংয়ের অনুমতি নেওয়ার চেষ্টা চালাচ্ছেন পরিচালক। সিনেমা প্রযোজনার দায়িত্ব রয়েছে ‘এসভিএফ’। দীর্ঘ ১১ বছর পর সুমন ঘোষের সাথে কাজ করতে যাচ্ছেন এই অভিনেতা। এর আগে ‘নোবেল চোর’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে।

অন্যদিকে ‘এসভিএফ’ প্রযোজিত ‘রকি’ সিনেমাতেও মিঠুন চক্রবর্তীকে দেখা গিয়েছিল। এই সিনেমার মাধ্যমেই বাংলা ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তার বড়ো পুত্র মিমো। যদিও সেই সিনেমা খুব একটা জনপ্রিয়তা পায়নি। তবে এই প্রযোজনা সংস্থা মিঠুনের সাথে কাজ করতে পছন্দ করে বরাবর। অন্যদিকে কাবুলিওয়ালার চরিত্রে তিনি অভিনয় করলেও মিনি বা অন্যান্য চরিত্রে কাদের দেখা যাবে তা এখনো জানা যায়নি।

Related Articles