বিনোদন

সুখের সংসারে ফাটল, ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিঠুনের পুত্রবধূ মাদলসা!

টলিউড থেকে বলিউড সবজায়গায় নিজের নাম উজ্জ্বল করেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakroborty)। বাংলা ও হিন্দি একাধিক ছবিতে তার অভিনয় তাকে গোটা দেশ জুড়ে জনপ্রিয় করে তুলেছে। মিঠুন বিয়ে করেন অভিনয় জগতের মানুষ যোগিতা বালিকে। তাদের সন্তানেরাও বাবা মায়ের মতন অভিনয় জগতের দিকেই পা বাড়িয়েছেন। মিঠুনের পুত্রদের দেখা গিয়েছে অভিনয় জগতে।

আর এই দৌড়ে পিছিয়ে নেই মিঠুনের পুত্রবধূ মাদলসা শর্মা (Madalsa Sharma)। তিনিও অভিনয় জগতের সঙ্গে যুক্ত একজন অভিনেত্রী। সবকিছু ঠিক চললেও শোনা যাচ্ছে ভাঙতে চলেছে মাদলসার সংসার৷ মিঠুনের বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তীর স্ত্রী হলেন মাদলসা। তবে সম্প্রতি তারা অভিনয়ের জন্য নয়, এক বিশেষ কারণে সংবাদের শিরোনামে এসেছেন। আর এরপরই গুঞ্জন শুরু হয়েছে চারিদিকে।

তবে কি ভাঙতে চলেছে মিঠুনের পুত্রের সংসার! আসলে ঘটনাটি তেমন নয়। মাদলসার সংসার রিয়েল লাইফে নয়, রিল লাইফে ভাঙতে চলেছে। ‘অনুপমা’ ধারাবাহিকের গল্পের মোড় এমন জায়গায় নিয়ে এসেছে। বাস্তবে মহাক্ষয় ও মাদলসার সংসার বেশ সুখেই কাটছে। জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’-তে খলনায়িকা কাব্যর চরিত্রে অভিনয় করছেন মাদলসা।

গল্পের মোড় ধারাবাহিকটিকে টিআরপি তালিকায় প্রথমে নিয়ে গিয়েছে। অনুপমা ও অনুজের মধ্যে দূরত্ব বাড়ছে তেমনি আরেকদিকে অনুরুদ্ধ ও কাব্যর মধ্যে সম্পর্ক গড়ে উঠতে চলেছে। অনুপমার প্রাক্তন স্বামী বনরাজের সঙ্গে বিয়ে হওয়ার আগে অনিরুদ্ধর স্ত্রী ছিল কাব্য। তবে বনরাজের সঙ্গে দাম্পত্য জীবন আর ভালো লাগছে না কাব্যর। ফের কাব্যকে বিয়ের প্রস্তাব দেয় তার প্রাক্তন স্বামী অনিরুদ্ধ। তবে এবার কি হবে তা জানতে গেলে চোখ রাখতে হবে পর্দায়।