মিঠাইয়ের হারানো স্মৃতি ফেরাতে গোপালের স্মরণপন্ন উচ্ছেবাবু, নতুন প্রোমো দেখে উচ্ছ্বাসিত ভক্তরা
টিআরপি তালিকা থেকে ছিটকে গেলেও জনপ্রিয়তা কমেনি টেলিভিশনের সম্প্রচারিত ধারাবাহিক ‘মিঠাই’-এর। সম্প্রচারিত হওয়ার প্রথম দিন থেকেই জনপ্রিয় হয়ে ওঠে এই ধারাবাহিক। দীর্ঘদিন টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করেছিল মিঠাই। তবে ধীরে ধীরে গল্পের বুনন আলগা হতে শুরু করে এবং টিআরপি তালিকায় ১০ থেকে বেরিয়ে যায় ধারাবাহিক।
তবে সম্প্রতি এক নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। আর এই প্রোমো সকল দর্শকদের নতুন করে উত্তেজনা জোগাচ্ছে। ধারাবাহিকে মিঠাই যে মরেনি তা দর্শকেরা সকলেই জানেন। তবে দুর্ঘটনার পর তার স্মৃতি শক্তি একেবারে হারিয়ে যায়। সে কিছুই মনে করতে পারে না। মিঠাইকে পেয়েও সিদ্ধার্থ যেনো স্বস্তি পায়না।
তবে নিজেকে মিষ্টির মা হিসেবে পরিচয় দেয় মিঠাই। মিষ্টি হল সিদ্ধার্থ ও মিঠাইয়ের সন্তান।সম্প্রতি চ্যানেলের তরফে প্রকাশ পাওয়া প্রোমোতে দেখা গিয়েছে বাড়ি যাওয়ার জন্য ছটফট করছে মিঠাই। সিদ্ধার্থ তাকে বোঝালেও সে বুঝতে চাইছে না। মিঠাই কারোর কথা কানে তুলছে না।
দরজা খুলে সে যেই বাড়ি যাওয়ার জন্য বেরোতে যায় তখন সিদ্ধার্থ গোপালের মূর্তি হাতে করে গান ধরে ‘নয়নে নয়নে রাখি তোমারে দয়াল গোপাল আমার’। এই গানটি মিঠাই সুস্থ অবস্থায় নিজের গলায় গাইতো। সিদ্ধার্থের গলায় এই গান শুনে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে মিঠাই। এবার কি স্মৃতি ফিরবে মিঠাইয়ের! জানতে গেলে চোখ রাখতে হবে পরবর্তী এপিসোডে।