বিনোদন

শীঘ্রই শেষ হতে চলেছে সকলের প্রিয় মিঠাই সিরিয়াল, মন খারাপ ভক্তদের

ছোটো পর্দার জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’। সম্প্রচারিত হওয়ার প্রথম দিন থেকেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে এই ধারাবাহিক। বহুদিন টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করে ছিল এই ধারাবাহিক। তবে বর্তমানে গল্পে ভাঁটা পড়েছে। ধীরে ধীরে জনপ্রিয়তা কমছে এই ধারাবাহিকের। কিন্তু শোনা যাচ্ছে, এবার বন্ধের মুখে ‘মিঠাই’ ধারাবাহিক।

আর এই খবরে বেশ মনখারাপ মিঠাই ভক্তদের। বর্তমানে প্রাইম টাইমের বদলে সন্ধ্যায় ৬টায় সম্প্রচারিত হয় এই ধারাবাহিক। ধারাবাহিকে চলছে এক অন্য গল্প। যেখানে দেখা যাচ্ছে ধারাবাহিকে মিঠি সিডকে ডিভোর্স দিতে চায়। তাই সেই কাগজ তৈরি করে ফেলেছে সে। এদিকে মিঠাইয়ের মৃত্যু হয়নি, সে ফের মোদক পরিবারে ফিরে এসেছে।

তবে তার সমস্ত স্মৃতিশক্তি লোপ পেয়েছে। মোদক পরিবারের সকলেই তার স্মৃতি ফেরাতে চেষ্টা করছে। তবে এরই মাঝে শোনা যাচ্ছে মনখারাপের খবর। শোনা যাচ্ছে, আগামী এপ্রিল মাসেই শেষ হতে চলেছে এই ধারাবাহিক। এরপরই মিঠাইভক্তরা জি বাংলার উপর রেগে আগুন হয়ে গিয়েছেন।

জি বাংলা প্রোডাকশনের তরফে নতুন ধারাবাহিক আসতে চলেছে বলে শোনা যাচ্ছে। সেই ধারাবাহিকের নাম ‘ফুলকি’। সেখানে নতুন দু’টি মুখের দেখা মিলবে। শোনা যাচ্ছে, নতুন ধারাবাহিকটি ক্রিকেটকে কেন্দ্র করে গড়ে উঠবে। এই ধারাবাহিকটি মিঠাইয়ের জায়গায় সম্প্রচারিত হতে পারে। আর এই খবরে মন খারাপ দর্শকদের।