বিনোদনভাইরাল ভিডিও

সুন্দর সাজ, দুর্দান্ত এক্সপ্রেশনে অসাধারণ নাচ ‘সিধাই’ কন্যা মিষ্টির, প্রশংসায় ভক্তরা

সম্প্রতি এবার একটি রিল ভিডিও পোস্ট করে তুমুল ভাইরাল হলো ‘মিঠাই’য়ের মিষ্টি ওরফে অনুমেঘা কাহালি। তার এই ভিডিওটি দেখার পর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ‘মিঠাই’ ধারাবাহিকের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। খুব কম সময়ের মধ্যেই এই ধারাবাহিকটি সকলের কাছে প্রিয় হয়ে উঠেছিল।

যেখানে মূলত দেখানো হয় একটি একান্নবর্তী পরিবারের কাহিনী। ধারাবাহিকের নায়ক-নায়িকা হিসেব দেখা যায় মিঠাই এবং সিদ্ধার্থকে। তাদের দু’জনের দুষ্টু-মিষ্টি রসায়ন ভীষণই উপভোগ করেছেন দর্শকেরা। যদিও বর্তমানে সেখানে নতুন মোড় এসেছে। মিঠাইয়ের বদলে সেখানে এসেছে মিঠি। এমনকি মিঠির সাহায্যে মিঠাইয়ের খুনীদের শাস্তি দিয়েছে সিদ্ধার্থ।

এরই মাঝে আবার দেখা যায় মিঠাই খুন হয়নি বরং সে জীবিত আছে। তবে তার স্মৃতি হারিয়ে গিয়েছে। সে তার উচ্ছেবাবুকেও চিনতে পারছে না। অন্যদিকে মিঠাইয়ের দুই সন্তান রয়েছে একজন শাক্য আর একজন মিষ্টি। সেই মিষ্টির চরিত্রেই অভিনয় করছে অনুমেঘা। তার অভিনয় ইতিমধ্যেই বেশ প্রশংসিত হয়েছে দর্শকমহলে।

অন্যদিকে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় সে। সেখানে নানান ছবি থেকে শুরু করে ভিডিও ভাগ করে নেয়। সম্প্রতি সেরকমই একটি রিল ভিডিও পোস্ট করেছে এই অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে সাদা রঙের জামা। মিষ্টির এই মিষ্টি ভিডিওটি যে বেশ পছন্দ করেছেন সকলে, তা বোঝা যায় কমেন্টবক্স দেখেই।