Mithai: গৃহবধূর খোলস ছেড়ে হট লুকে মিঠাই, অভিনেত্রীর স্টাইলিশ সোয়্যাগে কুপোকাত ভক্তরা
সম্প্রতি এবার জি বাংলার ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’এ লাস্যময়ী অবতারে ধরা দিলেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু ওরফে মিঠাই! ‘মিঠাই’ ধারাবাহিকটি নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন পড়ে না। খুব কম সময়ের মধ্যে ধারাবাহিকটি দর্শকদের মন জয় করেছিল। এমনকি দীর্ঘ সময় ধরে টিআরপির দিক দিয়ে সেটা শীর্ষস্থান দখল করেছিল।
যেখানে প্রধান আকর্ষণ মিঠাই এবং সিদ্ধার্থর রসায়ন। সেই মিঠাই চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুন্ডু। সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় এই অভিনেত্রী। সেখানে বিভিন্ন ছবি ও ভিডিও ভাগ করে নেন তিনি। সম্প্রতি এবার বেশ কিছু ছবি তিনি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেগুলো তিনি তুলেছিলেন ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’এর অনুষ্ঠানে গিয়ে।
এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অভিনেত্রীর পরনে ছিল সাদা রঙের শিফনের একটি শাড়ি। সাথে স্লিভলেস ব্লাউজ, মানানসই মেকআপ, লিপস্টিক খোলা চুলে ভীষণই লাস্যময়ী লাগছিল তাকে দেখতে। যে ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘নিজেকে উঁচুতে রাখলেই আপনার চারপাশের জাদু জীবন্ত হয়ে উঠবে।’ ছবি দেখার পর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
অন্যদিকে এই অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের নাম অফিশিয়ালভাবে ঘোষণা না হলেও বিজয়ীদের তালিকার একটি ঝলক ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকে জানা গিয়েছে সেরা জুটি হিসেবে পুরস্কার জিতে নিয়েছেন জগদ্ধাত্রী ও স্বয়ম্ভূ। যা শোনার পর বিরক্তি প্রকাশ করেছেন নেটিজেনরা। তবে শোনা গিয়েছে পাঁচটি পুরস্কার পেয়েছে ‘মিঠাই’ টিম।