বিনোদনভাইরাল ভিডিও

Mithai: সুদীপার রান্নাঘরে সকলের প্রিয় মিঠাই রানী, জমিয়ে রাঁধলেন রসগোল্লার বিরিয়ানি, (ভিডিও)

ধারাবাহিকে মেগাসিরিয়ালে বেঙ্গল টপার মিঠাই। গল্পের অবিরাম থাকছে চমক আর তার জেরেই তাকে টেক্কা দিতে পারছে না কেউ। প্রতি সপ্তাহে রেটিং এর প্রথমেই থাকে মিঠাই ধারাবাহিকের নাম। এই মিঠাইয়ের অভিনয়ে তো দর্শক মুগ্ধ হয়েইছেন এবার মিঠাইয়ের নতুন নতুন রান্না দেখে মুগ্ধ হলেন দর্শক।

Mithai: সুদীপার রান্নাঘরে সকলের প্রিয় মিঠাই রানী, জমিয়ে রাঁধলেন রসগোল্লার বিরিয়ানি, (ভিডিও)

10 এবং 11 ই নভেম্বর বিকেল সাড়ে চারটে জি বাংলা চ্যানেলে সুদীপা চট্টোপাধ্যায় রান্নাঘরে হাতা খুন্তি হাতে উপস্থিত ছিলেন পর্দার মিঠাই ওরফে বাস্তবের সৌমিতৃষা। সকলের প্রিয় মিঠাইয়ের পদের তালিকায় থাকলো রসোগোল্লার বিরিয়ানি, বাগদান মনোহরা আর মিঠাই পনির। মিঠাইরানীর দর্শকদের শেখালেন এই জিভে জল আনা নতুন রেসিপিগুলি।

Mithai: সুদীপার রান্নাঘরে সকলের প্রিয় মিঠাই রানী, জমিয়ে রাঁধলেন রসগোল্লার বিরিয়ানি, (ভিডিও)

ধারাবাহিকে মনোহরা বাড়িতে কারো না কারো অনুরোধে অনেক কিছুই রান্না করতে হয় মিঠাই রানীকে। তবে এবার রান্নাঘরের রানী সুদীপার রান্নাঘরে এসে রান্না করে তাগালেন তিনি। সুদীপার রান্নাঘরে উপস্থিত হয়ে নিজের রান্নার দক্ষতারও পরিচয় দিলেন। যদিও এই দিন একেবারে মিঠাইয়ের লুকেই ধরা দিয়েছেন অভিনেত্রী। রান্নাঘরের মঞ্চে এসে তার যে ভীষণ ভালো লেগেছে তা স্পষ্ট তার চোখে-মুখে।

মিষ্টির রসে চিপে অসাধারণ ভাবে তৈরী এই রেসিপি মন ছুঁয়েছে সকলের। তবে শুধু রান্নায় নয় এদিন গল্পে আড্ডায় মেতে উঠলেন মিঠাই ও সুদীপা। এককথায় জমজমাটি হয়ে উঠলো এই পর্ব। এই এপিসোড আপনি দেখে না থাকলে দেখে নিতে পারেন জি ফাইভ অ্যাপে।