বিনোদন

Mithai: সুদীপার রান্নাঘরে মাস্টারশেফ মিঠাই! জমিয়ে রাঁধলেন চিংড়ি মাছের মনোহরা, গাইলেন বাচপান কা পেয়ার

জি বাংলার চ‍্যানেলে মিঠাই যারা দেখেন তারা নিশ্চয় হুগলি জেলার জনাই খ‍্যাত মনোহরার সঙ্গে পরিচিত হয়ে গেছেন! সাইকেল চালিয়ে মনোহরা বিক্রি করে বেড়াত মিঠাই। ধারাবাহিকের মনোহরা বাড়ি আর মিঠাইয়ের তৈরী মনোহরা মিষ্টি দুটোই মানুষের মন জয় করে নিয়েছে।

Mithai: সুদীপার রান্নাঘরে মাস্টারশেফ মিঠাই! জমিয়ে রাঁধলেন চিংড়ি মাছের মনোহরা, গাইলেন বাচপান কা পেয়ার

তবে এবার সেই মিঠাইরানী ধারাবাহিক ছেড়ে একেবারে রান্নাঘরে এসে হাজির হয়েছেন। একটা বা দুটো নয় একেবারে তিন তিনটে পদ রান্না করলেন ছোট পর্দা খ‍্যাত মিঠাই ওরফে বাস্তবের সৌমিতৃষা।

Mithai: সুদীপার রান্নাঘরে মাস্টারশেফ মিঠাই! জমিয়ে রাঁধলেন চিংড়ি মাছের মনোহরা, গাইলেন বাচপান কা পেয়ার

যে রাঁধে সে চুলও বাঁধে এই প্রবাদেরই মিঠাই সংস্করণ হল, যে মনোহারা বানায় সে বিরিয়ানিও রাঁধতে জানে। এতদিন পর্দায় তাকে নানা রকম মিষ্টি বানাতে দেখা গেছে তবে জি বাংলা রান্নাঘরে এসে নতুন রেসিপি শেখালেন তিনি।

Mithai: সুদীপার রান্নাঘরে মাস্টারশেফ মিঠাই! জমিয়ে রাঁধলেন চিংড়ি মাছের মনোহরা, গাইলেন বাচপান কা পেয়ার

কিছুদিন আগে জি বাংলায় সুদীপার রান্নাঘরে হাতা খুন্তি হাতে উপস্থিত ছিলেন সৌমিতৃষা। সেখানে তিনি শেখালেন রসোগোল্লার বিরিয়ানি। রসোগোল্লার রস চিপে বাসমতি চাল দিয়ে অভিনব কায়দায় বানালেন বিরিয়ানি। সঙ্গে ছিল মিঠাই পনীর, বাগদার মনোহরা। মিঠাই থাকবে মিষ্টির ছোঁয়া থাকবে না তাই হয়!! তাই মিষ্টির সাথে ফিউশন করে অভিনব কায়দায় তিনটি হটকে রেসিপি শেখালেন।

Mithai: সুদীপার রান্নাঘরে মাস্টারশেফ মিঠাই! জমিয়ে রাঁধলেন চিংড়ি মাছের মনোহরা, গাইলেন বাচপান কা পেয়ার

অভিনেত্রী সৌমিতৃষা যে এত সুন্দর রান্না করতে পারে তা দেখেই অবাক দর্শকরা। এদিন মিঠাইরানীর সাজেই ধরা দিয়েছিলেন তিনি। তবে কেবল পেজ পুজোয় নয় একসঙ্গে মজা-আড্ডা-গানে মেতে উঠলেন তারা। এই পর্বটি মিস করে থাকলে দেখে নিতে পারে জি ফাইভ অ্যাপে।