‘অনুরাগের ছোঁয়া’র ভিলেন মিশকাই ‘মা’ সিরিয়ালের ছোট্ট ঝিলিক! ছবি প্রকাশ্যে আসতেই হইচই নেটপাড়ায়

Advertisement

ছোটবেলাতেও অভিনয় করেছেন ‘অনুরাগের ছোঁয়া’র মিশকা, প্রকাশ্যে এলো সেই ছবি। বর্তমানে স্টার জলসা (Star Jalsa) , জি বাংলা (Zee Bangla) ধারাবাহিকের খলনায়িকাগুলির মধ্যে এক অন্যতম খলনায়িকা হয়ে উঠেছে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)-র মিশকা (Mishka)। যার অভিনয় দর্শকরা বেশ পছন্দ করছে। তবে সাম্প্রতিক প্রকাশ্যে এসেছে এই অভিনেত্রীর ছোটবেলার ছবি। যা দেখে চক্ষু চড়কগাছ নেটজনতার। স্টার জলসার এক পুরোনো ধারাবাহিক হলো ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)।

Advertisements

যে ধারাবাহিকে সূর্য-দীপা (Surya-Deepa)-র মাঝখানে বারংবার বাঁধা হয়ে দাঁড়াতে দেখা যাচ্ছে মিশকাকে। আর সেই মিশকা চরিত্রে অভিনয় করা অভিনেত্রী হলেন অহনা দত্ত (Ahona Dutta)। বড় হয়ে অভিনয় জগতে এসে প্রথম ধারবাহিকেই বাজিমাত করেছে মিশকা ওরফে অহনা। তবে সাম্প্রতিক জানা গিয়েছে অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta) এই প্রথমবার যে অভিনয় জগতে এসেছে তা নয়। তিনি ছোটবেলাতেও এক ধারাবাহিকে অভিনয় করেছেন। সেই ছোটবেলার ছবি প্রকাশ্যে আসতেই চমকে উঠেছে নেট নাগরিক।

Advertisements

স্টার জলসার এক সময়কার জনপ্রিয় সিরিয়াল হলো ‘মা’ (Ma)। যে ধারাবাহিকে ছোট্ট ঝিলিক (Jhilik) এবং তার মায়ের কাহিনী বর্ণিত হয়েছিল। ছোটবেলায় মেলাতে ছোট্ট ঝিলিককে হারিয়ে ফেলেছিল তার মা। পরবর্তীতে বড় বাড়ির মেয়ে হয়েও সেই ছোট্ট ঝিলিক দারিদ্র্যে জীবন কাটান। আর সেই ছোট্ট ঝিলিক হলেন ‘অনুরাগের ছোঁয়া’র মিশকা (Mishka)। অনেকেই হয়তো ছোট্ট ঝিলিক হিসেবে তিথি বসু (Tithi Basu)-কে চেনেন।

কিন্তু তিথি বসু আসার আগে এই ধারাবাহিকে মেলাতে ছোট্ট ঝিলিক হিসেবে একজনকে দেখা গিয়েছিল। সাম্প্রতিক সেই ছোট্ট ঝিলিকের ছবি এবং মিশকার ছবি কোলাজ করে ফেসবুকে পোস্ট করে এক ব্যক্তি ক্যাপশনে লেখেন, মিশকার একাল আর সেকাল এবং হ্যাশট্যাগ দিয়ে লেখেন ‘মা’ (Mal এবং ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। আর এই নিয়েই শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। তবে এই খবরের সত্যতা যাচাই করা হয়নি। ফলস্বরূপ, এই খবর সম্পর্কে সংশয় রয়েছে।

Related Articles