যেমন অভিনয় তেমন গানের গলা, সুরেলা কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত গেয়ে লাইভ কনসার্টের মঞ্চ মাতালেন মিমি, প্রশংসায় ভক্তরা

Advertisement

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় মুখ হলেন মিমি চক্রবর্তী। নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে টলিপাড়ায় নিজের জায়গা পাকা করেছেন এই অভিনেত্রী। ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। ছোটপর্দাতে জনপ্রিয়তা পাওয়ার পর সিনেমার জগতে পদার্পণ করেন এই অভিনেত্রী। ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নিজের অপরূপ সৌন্দর্য ও অভিনয়দক্ষতার মাধ্যমে জনপ্রিয়তা আদায় করেছেন।

Advertisements

একাধিক সুপারহিট সিনেমায় অভিনয় করে বহু অনুরাগীর মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে শুধুমাত্র অভিনয় নয় অভিনয়ের সাথে সাথে তিনি একজন গায়িকাও। মাঝেমধ্যেই মিমি তার ইউটিউব চ্যানেল থেকে গানের ভিডিও শেয়ার করে থাকেন। তিনি যে একজন ভালো গায়িকা তা বলার আর অপেক্ষা রাখে না। এছাড়াও বহু স্টেজ পারফরম্যান্স করতেও দেখা যায় তাকে। মাঝেমধ্যেই তার নানা গান ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে তার।

Advertisements

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও টিতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে রবীন্দ্রসঙ্গীত গাইতে। তবে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি হল বাংলাদেশের একটি প্রোগ্রামের ভিডিও। বাংলাদেশের বরিশালে একটি প্রোগ্রামে অভিনেত্রী “আমারো পরানো যাহা চায়” গান গেয়ে তাক লাগিয়েছেন সকলকে। তার গান শুনে উপস্থিত সকলেই মুগ্ধ হয়েছেন তো অবশ্যই, তার সাথে সাথে সারা নেটবাসীও মুগ্ধ হয়েছেন তার গান শুনে।

তার এই গানের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আসার সাথে সাথে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সকলেই তার গানের বহুল প্রশংসা করেছে। অভিনেত্রী, গায়িকা হওয়ার পাশাপাশি তাঁর আরও একটি পরিচয় রয়েছে তিনি একজন সাংসদ। সুতরাং তার অভিনয় জীবন, ব্যক্তিগত জীবন, এবং রাজনৈতিক জীবন সবকিছু নিয়ে সর্বদাই সোশ্যাল মিডিয়ার নজর তার দিকে থাকে।

Related Articles