নায়িকা হয়েও কেন প্রেমহীন জীবন মিমির? কারণ জানিয়ে চমকে দিলেন সাংসদ-অভিনেত্রী
কেরিয়ারে তিনি সফল, তবে ব্যক্তিগত জীবনে এখনো তিনি সফলতা লাভ করেননি। কী কারণে এখনো সিঙ্গেল রয়েছেন সম্প্রতি সেই তথ্যই তুলে ধরলেন সকলের সামনে। কি অবাক হচ্ছেন তো? ভাবছেন কার সম্পর্কে কথা বলা হচ্ছে? তিনি আর কেউ নন সকলের পছন্দের অভিনেত্রী মিমি চক্রবর্তী। তার সমসাময়িক সকল অভিনেত্রীরাই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
এমনকি প্রত্যেকে সন্তানের জন্মও দিয়ে ফেলেছেন। ব্যতিক্রম এই অভিনেত্রী, এখনো পর্যন্ত বিয়ে তো দূরের কথা কোনো সম্পর্কেই তিনি নেই। কী কারণে সিঙ্গেল রয়েছেন অভিনেত্রী? সেই তথ্যই এবার তিনি জানালেন অনুরাগীদের। একটি রিল ভিডিওর মাধ্যমে প্রেম না করার কথা জানিয়েছেন তিনি। মেকআপ করতে করতে সেখানে বলেন মনের কথা।
সেখানে বলতে শোনা যায়, ‘আমি বুঝতে পেরেছি যে আমি কেন এখনো সিঙ্গেল। সম্পর্কে জড়াতে হলে বাড়ির বাইরে যেতে হবে, তার জন্য পাঁচ জনের সাথে মিশতে হবে। সেসব আমার দ্বারা সম্ভব নয়।’ আসলে একটি গানে সেলেনা গোমজের কণ্ঠস্বরের সাথে ঠোঁট নাড়িয়ে এই রিল ভিডিওটি বানিয়েছেন তিনি। যেটি ভীষণই পছন্দ করেছেন অনুরাগীরা।
উল্লেখযোগ্য, টেলিভিশন ইন্ডাস্ট্রির মাধ্যমে অভিনয় জগতে এসেছিলেন তিনি। বাংলা ধারাবাহিকে কাজ করার পর তিনি পা রাখেন বড়ো পর্দায়। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি, টলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন তিনি। অন্যদিকে সকল সমালোচনা থেকে নিজেকে সরিয়ে রাখেন তিনি। বর্তমানে কাজেই মনোযোগ দিয়েছেন এই অভিনেত্রী।