বিনোদন

দাঁড়িয়ে দাঁড়িয়েই এই বিশেষ কাজ করেন দেব, প্রকাশ্যে অভিনেতার সিক্রেট ফাঁস করলেন মিমি

দাঁড়িয়ে দাঁড়িয়ে একটি বিশেষ কাজ করতে পারেন টলিউড অভিনেতা দেব! তার সম্পর্কে এমনই গোপন তথ্য দিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। যা শুনে অবাক হয়ে গিয়েছেন অনুরাগীরা। দীর্ঘ ১৭ বছর ধরে টলিউডের সাথে যুক্ত রয়েছেন অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী। শুরুর দিকে তার সিনেমাগুলি খুব একটা হিট না হলেও বর্তমানে তার জায়গা নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না।

দেব মানেই মহিলা অনুরাগীদের মনে অন্যরকমের উত্তেজনা কাজ করে। আর কেরিয়ারের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহলের শেষ নেই দর্শকদের। তিনি কোথায় যাচ্ছেন, কার সাথে যাচ্ছেন, কী করছেন সব বিষয়ই হয়ে ওঠে হটটপিক। সেরকমই তার ব্যক্তিগত জীবনের একটি গোপন তথ্য তুলে ধরেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।

আসলে এই অভিনেত্রীর সাথে বেশ ভালো সম্পর্ক রয়েছে দেবের। তাইতো তার সম্পর্কে অনেক কিছু জানেন তিনি। একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন দেব নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোতে পারেন। কী অবাক হচ্ছেন তো? তবে এমনটাই জানিয়েছেন মিমি। আসলে তার মত দেব এতোটাই সুখী মানুষ যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়াটা তার কাছে কোনো কঠিন বিষয় নয়।

যা শোনার পর বেশ অবাক হয়ে গিয়েছেন অনুরাগীরা। উল্লেখযোগ্য, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘প্রজাপতি’। যেটি বেশ হিট হয়েছে। আর খুব শীঘ্রই এবার ‘বাঘাযতীন’ সিনেমায় দেখা যাবে তাকে। অন্যদিকে কিছুদিন আগে বিয়ে নিয়ে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে অভিনেতাকে। তবে তিনি জানিয়েছেন জীবনে সুখী থাকাটাই গুরুত্বপূর্ণ, এখন তিনি সুখেই আছেন।