ব্যাকলেস গাউনে চুঁইয়ে পড়ছে গ্ল্যামার, ‘বার্বি ডল’ লুকে এমন পোজ দিলেন অভিনেত্রী-সাংসদ মিমি
একাধারে তিনি অভিনেত্রী ও সাংসদ। অভিনয় জগত ও সংসদীয় কাজ সামলে বর্তমানে তিনি বেশ ব্যস্ত একজন অভিনেত্রী। তিনি হলেন মিমি চক্রবর্তী (Mimi Chakroborty)। টলিউডে একাধিক ছবিতে তার অভিনয় নজরকাড়া। প্রথম ধারাবাহিকের মধ্যে দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন তিনি। তার অভিনয় নজর কাড়লে আর পিছন ফিরে তাকাতে হয়নি। দ্রুত বেড়েছে কেরিয়ার গ্রাফ।
সবকিছু সামলে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী। নানান কাজের ছবি, শ্যুটিং-এর ফাঁকে নানান মূহুর্ত নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করতে ভোলেন না। সেই ছবিতে তার গ্ল্যামার যেনো ঠিকরে বেরিয়ে আসে। সম্প্রতি ফটোশ্যুটের ভিডিও পোস্ট করেছেন তিনি। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। মিমির অসাধারণ লুক সকলের নজর কেড়েছে।
সম্প্রতি ভাইরাল হওয়া ফটোশ্যুটে মিমিকে দেখা গিয়েছে সিন্ড্রেলার মতন গাউন পরতে। সবুজ ও গোলাপি রং-এর মিশ্রণে পোশাকটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। এই গাউনের সবথেকে আকর্ষণীয় দিকটি হল গাউনের নীচের অংশটি। কুচি ও প্লিট করা দুর্দান্ত গাউনটিতে মিমিকে একেবারে ‘বার্বি ডল’ লাগছে।
জানা গিয়েছে, এই পোশাকটি স্যান্ডি ঘোষালের কালেকশন থেকে নেওয়া। পিঠখোলা এই গাউনে মোহময়ী রূপে ধরা দিলেন মিমি। মিমির সাজও একেবারে মানানসই। শিল্পী সৌরভের তুলির টানে এবং অবিনাশ ভৌমিকের কেশ সজ্জায় মিমি একেবারে অপ্সরা। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়ে গিয়েছে৷