টলি কুইন মিমি চক্রবর্তীর ঘাম ঝরানো ভিডিও ভাইরাল

Advertisement

প্রথম তাকে দেখা গিয়েছিল ঋতুপর্ণ ঘোষ পরিচালিত রূপলি পর্দার একটি সিরিয়াল ‘গানের ওপারে’-তে। ছোটপর্দায় অভিনয়ের মধ্যে দিয়ে তার যাত্রা শুরু হলেও বর্তমানে তিনি বহুল খ্যাতি অর্জন করেছেন। সিরিয়াল থেকে এক লাফে পা দিয়েছেন টলিউড ইন্ডাস্ট্রিতে। এর পর আবার টলিউড পেরিয়ে পদার্পণ করতে চলেছেন বলিউডে। চিনতে পারছেন কে এই অভিনেত্রী?

Advertisements

টলিউডের বিখ্যাত অভিনেত্রী তথা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। গানের ওপারে সিরিয়ালের পর তার জীবন আর থেমে থাকেনি। একের পর এক বাংলা ফিল্মে কাজ করে ধীরে ধীরে সাফল্যের শিখরে পৌঁছতে থাকেন। খুব শীঘ্রই বলিউডের ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ নামক সিনেমাতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে।

Advertisements

কাজের ফাঁকে ফাঁকে ঘুরতে যেতে পছন্দ করেন মিমি। একদিকে অভিনয়ের চাপ অন্যদিকে সাংসদ হিসেবে দায়িত্ব, তবুও শরীরচর্চায় একটুও খামতি নেই তার। সম্প্রতি তার একটি কালো স্পোর্টস ব্রা ও শর্টস পরে শরীর চর্চা করার ছবি ভাইরাল হয় নেটদুনিয়ায়। যেখানে দেখা যাচ্ছে তিনি একবার ট্রেড মিলের উপর দিয়ে ছুটছেন। কোন সময় আবার ওয়েট লিফটিং করছেন। তার লক্ষ্য একটাই যেভাবে হোক তিনি তার ওজন আরো কমিয়ে ফেলবেন।

যদিও এর পেছনের কারণ হিসেবে তিনি দায়ী করেছেন দু’টুকরো পিৎজাকে। আসলে তিনি বলেছেন যে শরীর চর্চাকে যদি চ্যালেঞ্জ হিসেবে না নেওয়া হয় তবে কেউ কোনদিনই ঠিকভাবে এক্সারসাইজ করতে পারবেন না। আর শরীরচর্চা নিয়মিত না করলে, মানুষ তার শরীরকেও ধরে রাখতে পারবেন না। এর জন্য তার অনুরাগীরা তাকে বাহবাও জানিয়েছে।

Related Articles