বিনোদনভাইরাল ভিডিও

শাড়ি কোমরে গুঁজে দুর্দান্ত কায়দায় ধুনুচি নাচ নেচে তাক লাগালেন মিমি, দেখে মুগ্ধ ভক্তরা

নবমীর দিন ধুনুচি নাচের তালে মেতে উঠতে দেখা গেল অভিনেত্রীকে

কানে সোনার কানপাশা, হাতে বালা সঙ্গে সবুজ রঙের শাড়ি আর হালকা মেকআপ সাবেকিআনার সাথে আধুনিকতার মিশেল এমনই এক লুকে ধরা দিয়েছেন মিমি চক্রবর্তী। তবে এই প্রথম নয় প্রতিবার পুজোর সময় ঘরের মেয়ে হয়েই ধরা দেন তিনি এবারেও তার অন্যথা হলো না। পুজো আসতেই ফিরলেন চেনা ছন্দে, নায়িকা থেকে হয়ে উঠলেন বাড়ির মেয়ে।

গতকাল ছিল দশমী, পূজোর শেষ দিন। মায়ের ভাসান হয়ে গেছে তবে বাঙালির মনে এখন কেবল বাজছে আসছে বছর আবার হবে। আর তারমধ‍্যে সোশ্যাল মিডিয়ার আমজনতা থেকে থেকে সেলেব্রিটিদের প‍্যান্ডেল হপিংয়ের ছবির মাধ্যমে পুজোর রেশ এখনো রয়েই গেছে। সম্প্রতি এবার পুজোতে মিমি চক্রবর্তীর ধুনুচি নাচে ভিডিও সামনে আসতেই তা ফের পুজোর আমেজ এনে দিলো।

পূজোর সময় টা কসবার আবাসনে সময় কাটান তিনি। সম্প্রতি এবার সেই আবাসনের পুজোতেই নবমীর দিন ধুনুচি নাচের তালে মেতে উঠতে দেখা গেল অভিনেত্রীকে। শাড়িতেই ধরা দিয়ে একেবারে কোমরে আঁচল গুঁজে ধুনুচি হাতে তিনি প্রমান করে দিলেন অভিনয়ের সাথে পুজোর কাজেও সমান পারদর্শী।

ভিডিওতে গাঢ় সবুজ রঙের শাড়িতেই দেখা মিলেছে মিমির। এমনিতে সারা বছর কাজের জন্য বিভিন্ন লুকে ও ওয়েস্টার্নে দেখা গেলেও পুজোর সময়টা পুরো বাঙালিয়ানার সাজেই নিজেকে রাঙিয়ে তুলেছেন। তার লুক থেকে ধুনুচি নাচ দুটো দেখেই মুগ্ধ জনগণ। অভিনেত্রী এই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করতেই তা ভাইরাল হয়ে পড়েছে নিমেষে। তার পুজো লুক থেকে ধুনুচি নাচ সবেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা‌।