Mimi Chakraborty: বছরের শেষ দিনে রক্তারক্তি কাণ্ড ঘটালেন মিমি! হঠাৎ কি হল সাংসদ-অভিনেত্রীর?

Mimi Chakraborty: নববর্ষ শুরু হতে না হতেই রক্তারক্তি কাণ্ড টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বাড়িতে! বছরের শেষ দিনে এমন কান্ড ঘটিয়েছেন তিনি, যা দেখে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় তারকারা তাদের নিত্যদিনের বিভিন্ন মুহূর্তকে তুলে ধরেন। ব্যতিক্রমী নন এই অভিনেত্রীও। তবে সম্প্রতি তিনি যে ছবি তুলে ধরেছেন তা দেখে চোখ কপালে উঠেছে সকলের।
কারণ, সেখানে দেখা যাচ্ছে মাটিতে চাপ চাপ রক্তের দাগ। এমনকি তার আঙুল থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে। আসলে সম্প্রতি চৈত্রের গরমে আম খাওয়ার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি। যা দেখে অনেকেই মন্তব্য করেছিলেন, ‘এই আম দেখে খেতে ইচ্ছা করছে।’ তাহলে কি আম কাটতে গিয়েই হাত কেটেছেন তিনি? যদিও সেই বিষয়ে স্পষ্ট করে জানা যায়নি।
ছবিতে দেখা যাচ্ছে আঙুলটা তার এমনভাবে কেটেছে, যেন তাতে গভীর ক্ষত হয়ে গিয়েছে। রক্ত রীতিমতো বন্ধই হতে চাইছে না। তাইতো শেষমেশ বরফে আঙুল চুবিয়ে বসেছিলেন তিনি। সেই ছবিও পোস্ট করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। যা দেখার পর মন খারাপ হয়ে গিয়েছে সকলের। অনেকে যেমন কী কারণে হাত কাটলো সেই প্রশ্ন জিজ্ঞেস করেছেন।
View this post on Instagram
আবার কেউ কেউ তাকে সাবধানে থাকতেও পরামর্শ দিয়েছেন। উল্লেখযোগ্য, বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘রক্তবীজ’এর শ্যুটিং নিয়ে। অন্যদিকে তিনি ‘পোস্ত’র হিন্দি সংস্করণের শ্যুটিং শেষ করে ফেলেছেন। সবমিলিয়ে বলতে গেলে কেরিয়ারে বেজায় ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।