Advertisements

প্রকাশ্য মঞ্চে হাঁটু মুড়ে বিয়ের প্রস্তাব, জনপ্রিয় এই গায়িকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন মিকা সিং!

Advertisements

বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিং (Mika Singh) হামেশাই তিনি থাকেন চর্চায়। মিকার গলায় উঠে এসেছে একের পর এক হিট গান। এছাড়াও বর্তমানে বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারক হিসাবে দেখা মিলছে মিকার। আর যেই শো তেই মিকা যান সেখানেই গানে নাচে মাতিয়ে রাখেন তিনি।

ক্যারিয়ার সাফল্যের চূড়ায় দাড়িয়ে থাকলেও ৪৩ বছরের এই গায়ক এখনো এলিজেবল ব্যাচেলর। মিকার ব্যাক্তি গত সম্পর্ক নিয়ে নানা কানাঘুষো মাঝে মধ্যেই শোনা যায়। তবে গায়ক এখনো হাপিলি সিঙ্গেল।

কখনও আকাঙ্খা পুরি (Akanksha Puri) তো কখনো ভূমি ত্রিবেদী (Bhoomi trivedi), বারবার নাম জড়িয়েছে মিকার সাথে। সম্প্রতি মিকা গিয়েছিলেন জি টিভির জনপ্রিয় গানের রিয়েলিটি শো ইন্ডিয়ান প্রো মিউজিক লিগ’ (Indian pop music League) এর মঞ্চে। আর সেখানেই বিয়ের জন্য প্রপোজ করে বসলেন ভূমি কে! তবে আসল ঘটনাটা অন্য।

শো-এর মঞ্চে জনপ্রিয় গান মুঝসে শাদি করোগি (mujhse Shaadi karogi) এর টাইটেল সং গাইছিলেন মিকা। তখন মিকা গান গাইতে গাইতে মঞ্চে উপস্থিত থাকা শোয়ের বিচারক ভূমি ত্রিবেদী সামনে হাঁটু গেড়ে বসে গাইতে থাকেন মুঝসে শাদি করোগি। মিকার কান্ড দেখে ভূমি হেসে ফেলেন। যদিও গায়ক সত্যি কবে বিয়ে করবেন তা অজ্ঞাতই।

Related Articles