Arpan Ghosal: সৌন্দর্যে একাধিক বলি নায়িকাদেরও টেক্কা দেবে ‘মেয়েবেলা’র ডোডোদার স্ত্রী! রইল বিশেষ মুহূর্তের ছবি

ArArpan Ghosal: বাস্তবে জীবনসঙ্গী রয়েছে ‘মেয়েবেলা’-র ডোডোদা-এর, রইল তাদের বিশেষ মুহূর্তের ছবি। স্টার জলসার সিরিয়ালগুলির মধ্যে একটি নতুন ধারাবাহিক হল ‘মেয়েবেলা’ (Meyebela)। বর্তমানে এই ‘মেয়েবেলা’ ধারাবাহিকের নায়ক অর্পণ ঘোষাল (Arpan Ghosal) হয়ে উঠেছেন বাংলা তরুণীদের বং ক্রাশ। তবে সম্প্রতি প্রকাশ্যে এসেছে পর্দার ডোডোদা-এর এক গোপন ঘটনা। যা শুনে ডোডোদা-এর প্রতি ক্রাশ খাওয়া মেয়েদের ভেঙেছে হৃদয়।স্টার জলসায় ‘মেয়েবেলা’ (Meyebela) ধারাবাহিক শুরু হওয়ার পর থেকেই পর্দার ডোডোদাকে নিয়ে হইচই পড়ে গেছে নেটদুনিয়ায়।
তাঁর প্রতি আলাদা একটা টান দেখা গিয়েছে সিরিয়ালপ্রেমী তথা মহিলাদের মনে। তাঁকে নিয়ে প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় বহিঃপ্রকাশ ঘটছে তাঁর প্রতি তরুণীদের ভালোবাসা। এমনকি সরাসরি সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে ‘অর্পণ ইজ মাই ক্রাশ’ কথাটি।তবে জানেন কি ডোডোদা অর্থাৎ অর্পণ ঘোষাল (Arpan Ghosal) বাস্তব জীবনে বিবাহিত? প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ায় অভিনেতা অর্পণ ঘোষালকে নিয়ে যখন মেয়েদের পাগলামি চলছে তখনই পর্দার ডোডোদা-এর এক ভক্ত নেটদুনিয়ায় শেয়ার করেন অভিনেতার বিয়ের দুই ছবি।
Arpan Ghosal: নিজের দুর্বলতা ফাঁস করলেন ‘মেয়েবেলা’র ডোডো দা!
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি।জানা গেছে অভিনেতার স্ত্রী-এর নাম দেবারতি (Debaroti)। এই বিয়ের ছবি পোস্ট করে এক অনুরাগী ক্যাপশনে লিখেছেন, অভিনেতা অর্পণের সাথে রয়েছে তাঁর স্ত্রী, তাই মেয়েরা এবার ক্রাশ খাওয়া বন্ধ করুক। আর এই খবর শুনেই হৃদয় ভেঙেছে অভিনেতা অর্পণ ঘোষালের হাজার হাজার মহিলা ফ্যানের। তবে এই কথা শুনে যে অভিনেতার প্রতি ভালোবাসা কমে যাবে তা কিন্তু নয়, বলে জানিয়েছেন অনুরাগীরা।
তবে অভিনেতা অর্পণকে স্টার জলসার ‘মেয়েবেলা’ (Meyebela)-তেই যে প্রথম দেখা গিয়েছে তা নয়। তিনি আগে কালার্স বাংলার ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ (Basanta Bilash Mesbari)-তেও নায়ক হিসেবে অভিনয় করেছেন। ‘মেয়েবেলা’-তে ডোডোদা-এর চরিত্রে অভিনয় করে তাঁর জনপ্রিয়তা বেশ ঊর্ধ্বমুখী হয়েছে।