বিনোদন

শ্রাবন্তী-শুভশ্রীরা ডাহা ফেল! ইঞ্জিনিয়ার ছাত্রীকেই নতুন ছবির নায়িকা বানালেন দেব, চিনুন অভিনেত্রীকে

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। সম্প্রতি প্রকাশ্যে এসেছে অভিনেতা দেব অভিনীত আগামী সিনেমা ‘বাঘাযতীন’এর পোস্টার। একইসাথে জানা গিয়েছে সেই সিনেমায় তার বিপরীতে কোন অভিনেত্রী কাজ করতে চলেছেন। আসলে বেশ কয়েকমাস আগে সোশ্যাল মিডিয়ায় একটি কাস্টিং কলের আয়োজন করেছিলেন এই অভিনেতা। জানিয়েছিলেন একেবারে নতুন মুখ চাই তার সিনেমার জন্য।

সেই নতুন মুখ পেয়ে গিয়েছেন তিনি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তার নাম। আমরা সকলেই জানি বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি খালি হাতে বাঘ মেরে বাঘাযতীন নামে পরিচিত হয়েছেন। স্বাধীনতা সংগ্রামে তার অবদান গুরুত্বপূর্ণ। তার জীবন কাহিনীকেই এবার ফুটিয়ে তোলা হবে বড়ো পর্দায়। যেখানে অভিনয় করবেন সকলের প্রিয় অভিনেতা দেব।

আর তার স্ত্রী ইন্দুবালার চরিত্রের জন্যই অডিশনের ব্যবহার ব্যবস্থা করা হয়েছিল। জানানো হয়েছিল ২০ থেকে ২৫ বছরের মধ্যে একজন নতুন মুখের প্রয়োজন। যার উচ্চতা হতে হবে ৫ ফুট ৩ ইঞ্চি থেকে ৫ ফুট ৭ ইঞ্চির মধ্যে। একটি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকেই পাওয়া গিয়েছে এই অভিনেত্রীকে যার নাম সৃজা দত্ত।

জানা গিয়েছে, কয়েক হাজার আবেদনের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে তাকে। তবে তিনি যে একেবারেই নতুন মুখ তা নয়। কারণ, এর আগে একটি বিজ্ঞাপনী মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। প্রকাশ্যে এসেছে ইন্দুবালার ভূমিকায় তার প্রথম লুক। উল্লেখযোগ্য, বাঘাযতীন সিনেমা পরিচালনা করছেন অরুণ রায়। জানা গিয়েছে, গত দেড় বছর ধরে তিনি এই সিনেমার জন্য চিত্রনাট্য লিখেছেন।