ছবিতে বসে থাকা এই বাচ্চা দুটি মেয়ে এখন বলিউডের নামকরা সুপারস্টার, চিনতে পারছেন অভিনেত্রীদের?

Advertisement

Malaika Arora: ছোটোবেলার স্মৃতি রোমন্থন করতে কে না ভালোবাসে। আমরা বড় হয়ে গেলেও একটা সময় ছোটোবেলায় ফিরে যেতে চাই। ফিরে যেতে না পারলেও সেই স্মৃতি রোমন্থন করে অতীতের পাতা খুলে ডুব দেওয়া যায় অনায়াসে। আর এভাবেই আমরা ধীরে ধীরে একদিন বড় হয়ে উঠি। ছোটোবেলার সহজ সরল জীবন যেনো বড়বেলায় সোনালী দিনের মতন হাতছানি দেয়। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই ছোটোবেলায় ফিরে যেতে চান।

Advertisements

তেমনই সম্প্রতি বলি পাড়ার এক অভিনেত্রী তার ছোটোবেলায় ডুব দিলেন। সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ছবিতে দেখা গিয়েছে দুই শিশুকন্যাকে। দু’জনে ঘরের দরজার সামনে বসে রয়েছে। একজন বসে রয়েছে স্লিভলেস ফ্রক পরে এবং তার পিছনে একজন উঁকি দিচ্ছে সাদা ও কালো রঙের একটি ফ্রক পরে। দু’জনেই বয়কাট চুল কাটা।

Advertisements

দু’জনের মুখে এক গাল হাসি। দু’জন শিশুর মধ্যে একজন বর্তমানে বলিউডের বেশ নামকরা একজন অভিনেত্রী। তার কেরিয়ার শুরু হয় এমটিভির ভিডিও জকি হিসেবে। এছাড়া তিনি মডেলিং ও অনুষ্ঠান সঞ্চালনা করতেন। এরপর বলিউডে এক আইটেম গানে নাচ করে জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি শাহরুখ খান সহ একাধিক অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন।

ছবিতে সামনে বসে থাকা মেয়েটি হল মালাইকা অরোরা (Malaika Arora)। পাশে বসে রয়েছে তার বোন অমৃতা রাও। সম্প্রতি ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে মালাইকা লিখেছেন, “তিনি এমন একজন মানুষ যে আমার সবসময় পাশে থেকেছেন। আমার খারাপ সময়, আমার অসুস্থতায়, আমার অদ্ভুত হেয়ার স্টাইল করার ক্ষেত্রেও”। ছবিটি নেট দুনিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি।

Related Articles