Madhuri Dixit: স্বামী নয়, অন্য পুরুষের সঙ্গে রোমান্টিক ডেটে গেলেন ‘ডান্স কুইন’ মাধুরী!

Advertisement

Madhuri Dixit: সম্প্রতি এবার মাধুরী দীক্ষিতকে দেখা গেলো একটি রেস্তোরাঁয়! তাও আবার এক বিদেশী ব্যক্তির সাথে খাওয়া-দাওয়া করতে। তবে সেই ব্যক্তি কোনো সাধারণ মানুষ নন, জনপ্রিয় সংস্থা ‘অ্যাপেল’এর সিইও টিম কুক। কি অবাক হচ্ছেন তো?

Advertisements

ভাবছেন হঠাৎ করে তিনি মাধুরীর সাথে রেস্তোরাঁয় খেতে গেলেন কেন? আসুন তাহলে সেই বিষয়ে বিস্তারিত জানা যাক এই প্রতিবেদনে। সম্প্রতি তিনি ভারতে এসেছিলেন ‘অ্যাপেল’ সংস্থার নিজস্ব স্টোর খুলতে। মুম্বই ও দিল্লীতে দুটি স্টোরের উদ্বোধন করতে এসেছিলেন টিম কুক।

Advertisements

সেখানে এসেই তার সাথে সাক্ষাৎ হয় মাধুরীর। এই অভিনেত্রী টিম কুককে রেস্তোরাঁয় নিয়ে গিয়েছিলেন পাওভাজি খাওয়াতে। আসলে মুম্বইয়ের সাথে যদি কাউকে পরিচয় করাতে হয় তাহলে পাওভাজি খাওয়ানোটা আবশ্যক। তাইতো মাধুরী তাকে নিয়ে গিয়েছিলেন একটি সাধারণ রেস্তোরাঁয়।

আর সেখানে গিয়ে পাওভাজি খাওয়ার স্বাদ ভুলতে পারছেন না টিম কুক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের একসাথে রেস্তোরাঁয় খাওয়ার সেই ছবি। এমন এক অসাধারণ খাবারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মাধুরী দীক্ষিতকে ধন্যবাদ জানিয়েছেন টিম কুক।

Related Articles