বিনোদন

ঘর-বাচ্চা সামলাও, এতো নাচানাচি কীসের? মা হওয়ার পর তীব্র কটাক্ষের শিকার, বিস্ফোরক মন্তব্য মাধুরীর

মা হওয়ার পর অভিনয়, নাচ ভুলতে বসেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত(Madhuri Dixit)। এমনটাই তিনি জানিয়েছেন একটি নামী সংবাদমাধ্যমের কাছে। আসলে মা হওয়ার পর প্রত্যেকের জীবনে একটি পরিবর্তন আসে। সাধারণ মানুষ হোক বা অভিনেত্রী এই পরিবর্তন সবার জীবনেই দেখা যায়। ব্যতিক্রমী নন অভিনেত্রী মাধুরীও।

একসময় যার নাচ, অভিনয় দেখে ঝড় উঠতো অনুরাগীদের বুকে। তিনিই নাকি ভুলতে বসেছিলেন তার নাচ এবং অভিনয়। একটি সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেছিলেন, বিয়ে এবং সন্তান জন্মের পর তার প্রতি দর্শকদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পাল্টে গিয়েছিল। তাকে একসময় বলা হয়েছিল, ‘তুমি একজন মা এখন কেন নাচছো? বাড়িতে বসে সংসারের দেখভাল করো।’

আসলে তার মতে গৃহবধূদের কথা মানুষ একেবারেই ভাবে না। তিনি জানান মহিলার নিজের জন্যেও কিছু করা উচিত। যদিও এই বিষয়ে বাইরের লোক তাকে এতো কথা বললেও, মা, স্বামী, শাশুড়ি কোনোদিন একথা বলেননি বরং সবসময় পাশে থেকেছেন।

তাইতো দীর্ঘদিনের বিরতির পর তিনি ফিরে এসেছেন অভিনয় জগতে। এছাড়া একটি রিয়্যালিটি শো’য়ের সাথেও যুক্ত রয়েছেন তিনি।