বিনোদন

পরকীয়া নাকি অন্য কারণ? সৌরভের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ‘পাখি’ মধুমিতা

স্বামীর পরকীয়ার কারণেই নাকি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার! হয়তো অনেকেই জানেন না মধুমিতা সরকার কেরিয়ারের শুরুর দিক থেকেই বিবাহিত ছিলেন। একটি ধারাবাহিকে কাজ করার সময় একে অপরের প্রেমে পড়েছিলেন মধুমিতা এবং সৌরভ চক্রবর্তী। এরপর বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা।

তবে খুব বেশিদিন সেই বিয়ে টেকেনি। কয়েক বছরের মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হন এই জুটি। এই খবর ছড়িয়ে পড়তেই সংবাদমাধ্যমের কাছে সৌরভের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন মধুমিতা। এমনকি সরাসরিভাবে তার বিরুদ্ধে পরকীয়ারও অভিযোগ তুলেছিলেন।

একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন একটি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য শুধুমাত্র ভালোবাসাই যথেষ্ট নয়। এখানেই শেষ নয়, বৈবাহিক জীবনে তিনি মানসিক অত্যাচারের ইঙ্গিত দিয়েছিলেন। তবে এই সমস্ত অভিযোগ উড়িয়ে দেন সৌরভ। ২০১৯ সালে একে অপরের থেকে আলাদা হয়ে যান তারা।

অন্যদিকে একবার ‘দিদি নাম্বার ওয়ান’এর মঞ্চে এসেছিলেন মধুমিতা। সেখানে তিনি জানিয়েছিলেন বিয়ের কয়েক বছর কেটে গিয়েছে। তবে পাঁচ বছর হলেই তিনি নিশ্চিত হতে পারেন যে বিয়েটা টিকে যাবে। যদিও সেই মতোন কিছু হয়নি, বিচ্ছেদই হয়ে যায় তাদের।