বিনোদনভাইরাল ভিডিও

হোটেলের রুমে পিয়াসি মধুমিতা, ফাঁস হল এমন ভিডিও!

সম্প্রতি এবার হোটেল রুমের এক লাস্যময়ী ভিডিও পোস্ট করলেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার! যা দেখে রীতিমতো ঘাম ঝরেছে দর্শকদের। টেলিভিশন ধারাবাহিক দিয়ে শুরু করলেও বর্তমানে তিনি টলিউডের জনপ্রিয় একজন অভিনেত্রী। বর্তমানে টলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন তিনি। এছাড়া সোশ্যাল মিডিয়াতেও ভীষণই সক্রিয় মধুমিতা।

আসলে অনুরাগীদের সংখ্যা কীভাবে ধরে রাখতে হয় তা বেশ ভালোমতোই বুঝে গিয়েছেন তিনি। তাইতো তাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন ছবি ও ভিডিও ভাগ করে নেন। এই যেমন সম্প্রতি একটি পেজ থেকে ভাইরাল হয়েছে তার একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে একটি থাই স্লিটেড গাউন। সাথে মানানসই মেকআপ তাকে ভীষণই সুন্দরী করে তুলেছিল।

ভিডিওটিতে দেখা যাচ্ছে হলুদ আলোর নীচে একের পর এক আবেদনময়ী ভঙ্গিমায় নিজের অভিব্যক্তি প্রকাশ করছেন তিনি। পোশাকটি ডিপ নেক হওয়ায় স্পষ্ট হয়েছে তার ক্লিভেজ। যা তাকে আরো বেশি আবেদনময়ী করে তুলেছিল। একটি হিন্দি গানের সাথে ভিডিওটি শ্যুট করা হয়েছে। যা দেখার পর নানার প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা।

কেউ যেমন লিখেছেন, ‘উফফ তোমায় দেখেই কেমন যেন হচ্ছে’, আরেজজন লিখেছেন, ‘তোমার শরীরের মাদকতা অনুভব করি তোমায় দেখলেই’। উল্লেখযোগ্য, ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন তিনি। এরপর একাধিক ধারাবাহিকে কাজ করার পর তিনি পা রাখেন বড়োপর্দায়। এছাড়াও একাধিক ওয়েবসিরিজে দেখা গিয়েছে তাকে।