‘শরীর দেখিয়ে লাইমলাইটে থাকার চেষ্টা!’ নতুন ফটোশুটে ফের কটাক্ষের শিকার মধুমিতা
‘অভিনয়টা একদমই আসে না, সেই কারণেই শরীর দেখিয়ে প্রচারে থাকার চেষ্টা!’ এমনই চাঞ্চল্যকর অভিযোগ তোলা হলো জনপ্রিয় টলিউড অভিনেত্রী মধুমিতা সরকারের(Madhumita Sarcar) বিরুদ্ধে। টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে কেরিয়ার শুরু করলেও বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন তিনি। কাজ করেছেন একাধিক সিনেমায়।
এছাড়া ওয়েব সিরিজতো রয়েছেই। অন্যদিকে সোশ্যাল মিডিয়াতেও কম সক্রিয় নন তিনি। জীবনে যতই ব্যস্ততা থাকুক না কেন অনুরাগীদের জন্য ঠিকই সময় বের করেন এই অভিনেত্রী। যেখানে পোস্ট করেন নিত্যনতুন ছবি ও ভিডিও। সম্প্রতি সেরকমই কিছু ছবি পোস্ট করছেন তিনি। তবে সেখানে প্রশংসার পাশাপাশি জুটেছে সমালোচনা।
ছবিতে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে কালো রংয়ের নেটের টপ ও জিন্স। মানানসই মেকআপ ও লিপস্টিকে ভীষণই বোল্ড লাগছিল এই অভিনেত্রীকে। কখনো দাঁড়িয়ে আবার কখনো বসে পোজ দিয়েছেন তিনি। আর সবথেকে বেশি নজর কেড়েছে সেই ছবির ক্যাপশন। কারণ, সেখানে লেখা রয়েছে, ‘চিরস্থায়ী থাকা হলো একটি সাময়িক অনুভূতি।’
এই ছবি দেখার পর যেমন প্রশংসা করেছেন অনেকে, আবার কটাক্ষ করতে ছাড়েননি কেউ কেউ। যেমন একজন লিখেছেন, ‘অভিনয় তো আসে না, তাই শরীর দেখিয়েই প্রচারে থাকা।’ এছাড়াও নানান সমালোচনা করা হয়েছে তাকে নিয়ে। যদিও সেসব বিষয়কে কখনোই পাত্তা দেন না তিনি বরং নিজের ছন্দেই জীবনযাপন করতে পছন্দ করেন।