Madhumita Sarcar: কালারফুল মনোকিনিতে এমন পোজ, ‘বং ক্রাশ’ মধুমিতার শরীরী আদায় ঘায়েল পুরুষ ভক্তরা

টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। তার একের পর এক ছবিতে অনুরাগীরা মুগ্ধ হয়ে যান। কিছুদিন আগে হাসপাতালের বেডে শুয়ে একটি পোস্ট করেছিলেন তিনি৷ আর সেখানে তাকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। আর সেই ছবি ভাইরাল হয়ে যায় নিমেষেই। সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি তিনি পোস্ট করেছেন। যেখানে তাকে উজ্জ্বল রানী রঙের বিকিনিতে ধরা দিয়েছেন মধুমিতা।
মধুমিতা নিজের পেশাগত জীবনের পাশাপাশি নিজেকে ভালো রাখার উপায় খুঁজে পেয়েছেন। আর তাই মাঝেমধ্যে ঘুরতে বেরিয়ে পড়েন তিনি। বাধা ধরা নিয়মের বাইরে বেরিয়ে কাটিয়ে আসেন ক’টি দিন। অভিনেত্রীর সোশ্যাল হ্যান্ডেলে রয়েছে এমন কিছু ছবি যাতে তসকে নানান জায়গায় ঘুরতে যেতে দেখা গিয়েছে।
তবে সব ছবি ভাইরাল হলেও ইতিবাচক মন্তব্যের পাশাপাশি নেতিবাচক মন্তব্য পড়ে। যদিও সেসব অভিনেত্রী খুব হালকা ভাবেই নেন। সম্প্রতি সমুদ্রের ধারে বসে ছবি পোস্ট করলেন তিনি।
View this post on Instagram
মধুমিতার ছিপছিপে গড়ন ও তাতে উজ্জ্বল গায়ের রং যেনো বিকিনিতে মিশে গিয়েছে। মধুমিতাকে এই উজ্জ্বল রং-এ দারুণ লাগছে। অনেকেই নানান প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তার ছবিটি আগের ছবির মতন ভাইরাল হয়ে গিয়েছে।