বিনোদনভাইরাল ভিডিও

ক্যামেরার সামনেই পোশাক বদলালেন ‘Sexy’ ডিভা মধুমিতা সরকার, তুমুল ভাইরাল ভিডিও

Advertisement
Advertisement

যত দিন বাড়ছে ততই উষ্ণতা ঝরে ঝরে পড়ছে মধুমিতা সরকারের। একের পর এক বোল্ড অবতারে সকলের সামনে ধরা দিচ্ছেন ছোটপর্দার পাখি। যদিও ছোট পর্দা দিয়ে শুরু করলেও বর্তমানে বড়পর্দা মাতিয়ে রেখেছেন মধুমিতা। বড়পর্দায় প্রবেশ করতেই চমকপ্রদ পরিবর্তন ঘটেছে অভিনেত্রীর। সেই পুরনো পাখি বর্তমানে আরও বেশি উজ্জ্বল আরও বেশি বোল্ড। কিন্তু এবার সকলের সামনেই পোশাক বদলে ফেললেন মধুমিতা।

নতুন নায়িকাদের মধ্যে মধুমিতা টলিউডে এই মুহূর্তে অন্যতম হট বম্ব। ক্রমাগত নিজের লুকস নিয়ে পরীক্ষা নিরীক্ষাও করছেন। অন্যদিকে সোশ্যাল মিডিয়ার অন্যতম ক্ষেত্র হিসাবে ইন্সটাগ্রাম জনপ্রিয়তার শীর্ষে। বিনোদনের জগতের সাথে যারা যুক্ত তারা সকলেই ইন্সটাগ্রামের সাহায্যে নিজেদের হট লুকস এর ছবি, ভিডিও শেয়ার করে থাকেন। যা তাদের আরও জনপ্রিয় করে তোলে। আর এই জনপ্রিয়তার তালিকায় রয়েছে অভিনেত্রী মধুমিতা সরকারও। সেই ধারা বজায় রেখে এবার সোশ্যাল মিডিয়া কাঁপছে মধুমিতার একটি ভিডিওতে।

মধুমিতা সরকারের ফ্যাশন নিয়ে অনেকেই মুগ্ধ। কিন্তু এবার প্রকাশ্যে ক্যামেরার সমানেই পোশাক বদলালেন মধুমিতা। কখনও লং স্কার্ট, কখনও হটপ্যান্ট, আবার কখনও ড্রেস। স্লো মোশানে একের পর এক পোশাক পরে পুরুষের রাতের ঘুম কেড়ে নিলেন টলিপাড়ার চিনি। ভিডিও পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল।

ছোট পর্দায় প্রথমে পাখি ও পরে ইমনের ভূমিকায় অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন মধুমিতা। সেই ইমেজ ভেঙে লাভ আজ কাল পরশু সিনেমায় সকলকে চমকে দিয়েছিলেন তিনি। আর সেই ধারা বজায় রেখেই কিছুদিন আগেই চিনি রূপে বড় পর্দায় হাজির হয়েছিলেন মধুমিতা। ২৫ ডিসেম্বরই মুক্তি পায় পরিচালক মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘ চিনি ‘। মূলত ছবির কাস্টিংয়ে ছিল চমক। অপরাজিতা আঢ্য ও মধুমিতা সরকারকে মা মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। বিধবা মা সরোজিনী বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য।

অন্যদিকে, মেয়ে অদিতি বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় দেখা গিয়েছে মধুমিতা সরকারকে। গল্পে যার ডাক নাম চিনি। নবীন প্রজন্মের সঙ্গে মা-বাবাদের প্রজন্মের মতপার্থক্য, দুষ্টু-মিষ্টি অভিমান-ঝগড়া, ভালবাসা, দায়িত্ববোধ,এসব যাবতীয় উপকরণই গল্পের রসদ। ছবিতে চিনি মানে মধুমিতার প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সৌরভ দাস। কিন্তু ছবির চিত্রনাট্য গতানুগতিক হওয়ার জেরে ছবিটি বাণিজ্যিক সফলতা পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে থাকছে।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles