ফের মা হতে চলেছেন মধুবনী! প্রকাশ্যে এলো অভিনেত্রীর বেবী বাম্পের ছবি
এক সন্তানের পর দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মধুবনী গোস্বামী! এমনই জল্পনা সোশ্যাল মিডিয়ায়। এই অভিনেত্রীর নাম কমবেশি সকলেই জানেন। একটি বাংলা ধারাবাহিকের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। আর সেখানকারই সহ-অভিনেতাকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন।
তিনি সকলের পরিচিত অভিনেতা রাজা গোস্বামী। বর্তমানে যদিও মধুবনী অভিনয় জগত থেকে দূরে রয়েছেন তবে তিনি একজন ইউটিউব ভ্লগার। এছাড়াও নিজের একটি বিউটি পার্লার চালান তিনি। বিউটি পার্লারের বিভিন্ন অফার সম্পর্কে মাঝেমধ্যেই তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখতে পাওয়া যায়। অন্যদিকে কিছুদিন আগেই একটা ছবি পোস্ট করেছিলেন তিনি।
যেটি তার গর্ভাবস্থাকালীন। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন ‘ব্লেসড’। পাশাপাশি জুড়ে দিয়েছিলেন ‘থ্রোব্যাক’ শব্দটি। অর্থাৎ পুরনো স্মৃতি রোমন্থন করেই এই ছবিটি পোস্ট করেছিলেন তিনি। তা দেখার পর রটে যায় যে তিনি দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন। অনেকে আবার এই বিষয়টিকে পাবলিসিটি স্টান্ট হিসেবেও আখ্যা দিয়েছেন।
যদিও পরে এই বিষয়ে স্পষ্ট জানিয়েছিলেন, দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হননি তিনি। তার মতে এক সন্তানকে ভালোভাবে বড়ো করে তোলাই ভীষণ দায়িত্বপূর্ণ কাজ। তাই বর্তমানে তিনি কেশবের প্রতি মনোযোগ দিয়েছেন। উল্লেখযোগ্য, ‘ভালোবাসা ডট কম’ নামক ধারাবাহিকে একসাথে কাজ করেছিলেন রাজা-মধুবনী। সেখান থেকে প্রেম এবং অবশেষে সংসার।