বিনোদন

বাথরুম থেকে বেড়িয়ে এমন অবস্থায় ক্যামেরার সামনে আসলেন মিঠুনের পুত্রবধূ মাদলসা! দেখে হাঁ ভক্তরা

টলিউড থেকে বলিউড সব জায়গাতেই নিজেকে জনপ্রিয়তার চরম শিখরে নিয়ে গিয়েছেন ‘ডিসকো ড্যান্সার’ মিঠুন চক্রবর্তী (Mithun Chakroborty)। বাংলা কিংবা হিন্দি এই দু’টি ভাষাতে তিনি একাধিক ছবি করেছেন। ইন্ডাস্ট্রির নামাজাদা তারকাদের সঙ্গে কাজ করেছেন। নিজেও হয়ে উঠেছেন একজন বড় মাপের তারকা। বাংলা ইন্ডাস্ট্রি তাকে ‘মহাগুরু’ নামেই চেনে। তাই মিঠুন চক্রবর্তীকে নিয়ে নতুন করে কিছু বলার নেই।

তবে আজকের প্রতিবেদন মিঠুন চক্রবর্তীর বাড়ির এক সদস্যের। তিনি হলেন মিঠুন চক্রবর্তীর পুত্র মহাক্ষয় চক্রবর্তীর স্ত্রী মাদলসা শর্মা (Madalsa Sharma)। মাদলসা অভিনয় জগতের মানুষ। তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে অভিনয় না করলেও হিন্দি ধারাবাহিক যারা দেখেন তারা সকলেই মাদলসাকে চেনেন৷ স্টার প্লাসের একটি ধারাবাহিক ‘অনুপমা’-তে ‘কাব্য’-র চরিত্রে অভিনয় করছেন তিনি।

এরপর তার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। সম্প্রতি মাদলসা এক নতুন অবতারে নিজেকে ধরা দিলেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি ছবি পোস্ট করেছেন। সেখানে সদ্য স্নান সেরে ফটোশ্যুট করতে দেখা গিয়েছে তাকে। বাড়ির চার দেওয়ালের মাঝে তোয়ালে মাথায় দিয়ে এবং সাদা হাউস কোটে নিজেকে ধরা দিলেন মাদলসা।

হাতে রয়েছে কালো রঙের কফির কাপ এবং মুখে রয়েছে হালকা মেকাপ। এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “যেভাবে বাঁচতে ভালোবাসো সেভাবে বাঁচো, যেভাবে বেঁচে আছো সেটাকে ভালোবাসো, আমার এটাই সূত্র, আর আপনার?” ছবিটি অনেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। ইতিমধ্যে ভাইরাল সেই ছবি।