নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি

অক্ষয়ের সঙ্গে গভীর প্রেম, বিয়ের আগেই মা হন রবিনা ট্যান্ডন

রবিনা বলিউডে প্রথম পা সলমন খানের বিপরীতে পাত্থর কে ফুল ছবিতে। ১৯৯০-এর দশকে অক্ষয় কুমার এবং রবিনা ট্যান্ডনের কেমিস্ট্রি ছিল বলিউডের সবথেকে চর্চিত বিষয়। তাঁদের সম্পর্কের গভীরতা কতটা ছিল, তা নিয়ে তখন সংবাদমাধ্যমে নানা মুচমুচে খবর প্রকাশিত হয়। কিন্তু সেই

Published By: Sangbad Safar Desk | Updated:

রবিনা বলিউডে প্রথম পা সলমন খানের বিপরীতে পাত্থর কে ফুল ছবিতে। ১৯৯০-এর দশকে অক্ষয় কুমার এবং রবিনা ট্যান্ডনের কেমিস্ট্রি ছিল বলিউডের সবথেকে চর্চিত বিষয়। তাঁদের সম্পর্কের গভীরতা কতটা ছিল, তা নিয়ে তখন সংবাদমাধ্যমে নানা মুচমুচে খবর প্রকাশিত হয়। কিন্তু সেই সব খবরের সত্যতা কখনওই যাচাই করা হয়নি। স্রেফ গুজবের ঘেরাটোপে রয়ে গিয়েছে সেই সম্পর্ক। তবে শোনা যায়, দু’জনেই নাকি একসময়ে বিয়ের কথা ভাবতে শুরু করেন। এমনকী লুকিয়ে বিয়ে করার গুজব পর্যন্ত রটে গিয়েছিল।

আপনার জন্য নির্বাচিত

রবিনা ট্যান্ডন একসময়ে আচমকা ছবি করা বন্ধ করে দিয়েছিলেন। একের পর এক অফার ফেরাতে থাকেন। রটে যায়, অক্ষয় চান না বিয়ের পরে রবিনা আর অভিনয় করুন। সেই কারণে রবিনা আগেভাগেই কাজ বন্ধ করে দিচ্ছেন বলে শোনা যায়। যদিও পরবর্তীকালে রবিনা দাবি করেছিলেন, অভিনেত্রীকে লুকিয়েই শিল্পা শেঠির সঙ্গে চলছিল অক্ষয়ের প্রণয়পর্ব। আর ঠিক সেই কারণেই তিনি অক্ষয়ের সঙ্গে ঘর বাঁধতে অস্বীকার করেন।

বয়স ‘জাস্ট এ নম্বর’ সেটা হয়তো প্রযোজ্য রবিনা ট্যান্ডননের জন্যই। ২৬ অক্টোবর, ৪৬ বছরে পা দিলেন বলি কুইন। দেখে কে বলবে ৪৬ বছর বয়স তার। এখনও বলে বলে গোল দিতে সক্ষম অভিনেত্রী। এখনও তার মায়াবী চোখের চাওনিতে ঘুম উড়তে বাধ্য পুরুষদের।

এবার আসা যাক অভিনেত্রীর পার্সোনাল লাইফে। ফিল্ম ডিস্ট্রিবিউটর অনিল থাদানির সাথে সাতপাকে বাঁধা পড়ার আগেই মাতৃত্বের স্বাদ অনুভব করেছিলেন নায়িকা। তিনি দত্তক নিয়েছিলেন দুই কন্যাসন্তান। পরে অনিলের সঙ্গে বিয়ে হওয়ায় এক কন্যা এবং এক পুত্রসন্তানেরও জন্ম দেন রবিনা। এখন সুখেই চলছে তাদের সংসার।