গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও কেন ভেঙেছিল জিৎ-স্বস্তিকার প্রেম? ফাঁস হল আসল রহস্য

Advertisement

প্রথমে বন্ধুত্ব, ধীরে ধীরে প্রেম তবে শেষমেশ পরিণতি পায়নি সেই সম্পর্ক। বর্তমানে নিজের নিজের জীবন নিয়ে ব্যস্ত রয়েছেন তারা। কী অবাক হচ্ছেন তো? ভাবছেন কাদের সম্পর্কে আলোচনা করা হচ্ছে? আসলে আজ আমরা কথা বলছি স্বস্তিকা ও জিতের সম্পর্কে। এই দু’জনের প্রেমকাহিনী হয়তো অনেকেই জানেন আবার হয়তো কেউ নতুন শুনছেন।

Advertisements

আসলে তারকাদের মধ্যে কাজ করতে গিয়ে প্রেমে পড়া কোনো নতুন বিষয় নয়। এর আগে আমরা বহু তারকার নাম শুনেছি যারা একে অপরের সাথে অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েছেন এবং শেষ পর্যন্ত বিয়েও করেছেন। তবে এমনও অনেক জুটি রয়েছেন যাদের প্রেম পরিণতি পায়নি। সেরকমই এক জুটি হলো স্বস্তিকা ও জিৎ। সময়টা বেশ কয়েক বছর আগের।

Advertisements

যখন স্বামী প্রমিত সেনের সাথে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর মেয়েকে নিয়ে একাই থাকতেন স্বস্তিকা। সেই সময় তিনি ‘মস্তান’ সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করেছিলেন। সেখান থেকেই তাদের মধ্যে বন্ধুত্বের সূত্রপাত। এরপর প্রেমের সম্পর্কে আবদ্ধ হন তারা। যদিও সেই সম্পর্ক খুব বেশিদিন স্থায়ী হয়নি। অনেকের ধারণা প্রথম স্বামীর কারণেই স্বস্তিকা এই সম্পর্ক ভেঙে দিয়েছিলেন।

আবার কেউ কেউ মনে করেন জিতের সাথে সম্পর্ক তৈরি হয়েছিল কোয়েলের, এই কারণেই নাকি স্বস্তিকা তার সাথে সম্পর্কের বিচ্ছেদ করেছিলেন। এমনকি তার সাথে সিনেমা করাও বন্ধ করে দেন। যদিও আসল কারণ এখনো জানা যায়নি। বর্তমানে জিৎ, স্ত্রী কন্যাকে নিয়ে সুখে সংসার করছেন। অন্যদিকে স্বস্তিকা মেয়েকে নিয়ে একাই আছেন।

Related Articles