ডিভোর্স হবে না সূর্য-দীপার! ডিভোর্স পেপার ছিঁড়ে মিশকার ষড়যন্ত্র ফাঁস করল লাবণ্য

Advertisement

টেলিভিশনে পর্দায় একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’। এই ধারাবাহিক সকলের মনে জায়গা করে নিয়েছে। ধারাবাহিকে একের পর এক গল্পের মোড় ধারাবাহিককে আরও সকলের কাছে জনপ্রিয় করে তুলেছে। এক নাগাড়ে ১৪ সপ্তাহ টিআরপি তালিকায় প্রথম হয়ে সকলের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছে ধারাবাহিক। নিত্যদিন ধারাবাহিকে নতুন গল্প আরও আকর্ষণীয় করে তুলছে দর্শকদের।

Advertisements

Advertisements

ধারাবাহিকে খলনায়িকা চরিত্রে অভিনয় করছেন মিশকা। তার বারংবার চালে দীপা ও সূর্য কখনোই কাছাকাছি আসতে পারছে না। তবে বর্তমানে ধারাবাহিকে মিশকার একেকটি চাল ধরা পড়ে যাচ্ছে। দীপা জানে তার রূপা ছাড়া আরেকটি মেয়ে রয়েছে। মিশকা দীপাকে জোর করে ডিভোর্স পেপারে সই করে নেওয়ার জন্য। আর তা না করলে দীপার এক মেয়ে রূপাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

এদিকে সূর্যের কাছে দীপার যমজ মেয়ের কথা শুনে রাতে দীপার বাড়িতে রাত্রে চলে আসে লাবণ্য। এদিকে দীপার বাড়ির সামনে মিশকা সূর্যকে নানান কুপরামর্শ দেয়। এরপরই লাবণ্য মিশকাকে চড় মেরে বলে এমন কাজ যেন সে আর না করে। কিন্তু মিশকা তার জায়গা থেকে অনড়। সে দীপাকে ডিভোর্স পেপারে সই করার জন্য ফোন করে।

এরপর যখন দীপা সই করতে যায় সেইসময় তাকে থামিয়ে দেয় লাবণ্য। ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলে লাবণ্য। লাবণ্য বাধ্য হয়েই দীপাকে সবকিছু বলে দেয়। লাবণ্যর মুখ থেকে সবকিছু শুনে রাগে ফেটে পড়ে দীপা। এতবড় সত্যি এতদিন ধরে লুকিয়ে রাখার জন্য সে ক্ষোভে ফেটে পড়ে। দীপা জানায়, সে শুধু তার মেয়েকে ফিরে পেতে চায়।

Related Articles