রাজার সাথে প্রেম করলেও হয়নি বিয়ে! জানেন কাকে ভালোবেসে সারাজীবন অবিবাহিত ছিলেন ‘সুরের সরস্বতী’ লতা মঙ্গেশকর

Advertisement

মুঝে ভুলা না পাওগে… গতকাল না ফেরার দেশে পাড়ি দিয়েছেন সুরসম্রাজ্ঞী। থামলো সুরঝংকার। দেশজুড়ে যখন সরস্বতী বন্দনা তখন সুরের সরস্বতী বিদায় নিলেন চিরতরে। যদিও তাকে ভোলা সম্ভব নয়, তার বাস যে হৃদয়ে। তাই মৃত্যুর পরেও বারবার স্মৃতিপটে ভেসে আসছে তার নাম, তারই কাহিনী। লতা মানেই সুরেলা কন্ঠ দিয়ে মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখার অসম্ভব এক ক্ষমতা। যার গলার জাদুতে মোহিত হয়েছেন সকলে প্রশ্ন আসে তাঁর মনে কি ভালোবাসা ছুয়ে যায়নি!

Advertisements

খুব অল্প বয়সেই কেরিয়ার শুরু করেছিলেন, ছোট থেকে উপার্জন করে ভাই-বোনদের বড় করে তুলতে শুরু করেন। কিন্তু এই কারণেই কি তিনি অবিবাহিত থেকে গেছেন? সংসার ছাড়া গানের সাধনা করেই একাই কাটিয়ে দিলেন যে মানুষটি শোনা যায় সেই সুর সম্রাজ্ঞী জীবনেও এসেছিল ভালোবাসা।

Advertisements

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী তার জীবনে এসেছিল নিখাদ প্রেম, ভালোবাসা এতটাই গভীর ছিল যে যার সঙ্গে লতাজির নাম যুক্ত হয়েছিল সেই যুবক লতা মঙ্গেশকরকে বিয়ে করতে না পারার জন্য আজীবন বিয়ে করেননি।

সংগৃহীত তথ্য অনুযায়ী রাজস্থানের রাজ পরিবারের সদস্য রাজ সিং দুঙ্গারপুরকে ভালবাসতেন লতা মঙ্গেশকর। কিন্তু রাজ সিং-এর পিতা চাননি তাদের পরিবারে রাজ ঘরানা ছাড়া কোন সাধারন কেউ বউ হয়ে আসুক। রাজ ও লতা একে অপরকে বিয়ে করবেন ঠিক করলেও পরিবারের কারণে এই ভালোবাসা অসম্পূর্ণ থেকে যায়। পরিবারের স্বার্থে অবিবাহিত থেকেও কেউ কিন্তু ভুলে যাননি ভালোবাসাকে‌। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত অবিবাহিতই থেকে গেলেন তারা।

Related Articles