ভিক্টর ব্যানার্জির কোলে বসে থাকা এই ছোট্ট মেয়েটি বর্তমানে সুন্দরী অভিনেত্রী, চিনতে পারলেন?

ভিক্টর ব্যানার্জির কোলে থাকা এই শিশু কন্যা আজ টলি ইন্ডাস্ট্রির নায়িকা, কে তিনি? অভিনেতা ভিক্টর ব্যানার্জী (Victor Banerjee)-র কোলে বসা ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? বর্তমানে যিনি একজন বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম নায়িকা। ছোটবেলায় শিশুশিল্পী হিসেবে টলি ইন্ডাস্ট্রিতে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। তবে বর্তমানে তিনি একজন তরুণী। আজকের প্রতিবেদনে এই অভিনেত্রীর সম্পর্কেই জানানো হবে।প্রসঙ্গত, ভারতবর্ষ (India)-এর চলচ্চিত্র জগতের এক অন্যতম ইন্ডাস্ট্রি হলো টলি (Tolly) ইন্ডাস্ট্রি।
যে ইন্ডাস্ট্রির মাধ্যমে বহু জনপ্রিয় তারকারা তাদের কেরিয়ারকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে।
একটা সময় এই বাংলা ইন্ডাস্ট্রিতে বহু জনপ্রিয় তারকারা অভিনয় করেছেন। যারা বর্তমানে টলি ইন্ডাস্ট্রির বিভিন্ন ছবির নায়ক-নায়িকা চরিত্রে অভিনয় করেন।সেরকমই এক অভিনেত্রী হলেন লহমা ভট্টাচার্য (Lahoma Bhattacharya)। যিনি খুব ছোট বয়সেই অভিনয় জগতে এসেছিলেন। তবে বর্তমান সময়ে তিনি একজন তরুণী। গত বছরে ‘রাবণ’ সিনেমাতে সুপারস্টার জিৎ (Jeet)-এর বিপরীতে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
নায়িকা চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।তবে ছোটবেলায় শিশুশিল্পী হিসেবেও অভিনয় করেছিলেন লহমা। “কাবুলিওয়ালা” (Kabuliwala) ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। তবে সেই ছবি বড় পর্দার জন্য তৈরি হয়নি। ইটিভি চ্যানেলে এই টেলিফিল্ম বানিয়েছিলেন পরিচালক প্রভাত রায় (Prabhat Ray)। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস “কাবুলিওয়ালা” অবলম্বনে তৈরি হয়েছিল এই টেলিফিল্ম। যেখানে “কাবুলিওয়ালা”র চরিত্রে দেখা গেছিল ভিক্টর ব্যানার্জি (Victor Banerjee)-কে।
আর তাঁর মেয়ে মিনির ভূমিকায় অভিনয় করেছিলেন লহমা (Lahoma)। প্রসঙ্গত, সম্প্রতি পরিচালক প্রভাত রায়ের অসুস্থতার খবর পেয়ে দেখা করতে গিয়েছিলেন লহমা। সাথে গিয়েছিলেন তাঁর বাবা গৌতম ভট্টাচার্য (Gautam Bhattacharya)। সেখানে গিয়ে পরিচালকের সাথে বেশ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। আর সেই মুহূর্তই সোশ্যাল মিডিয়া পোস্ট করে “কাবুলিওয়ালা” (Kabuliwala) ছবির বিভিন্ন অভিজ্ঞতার কথা ক্যাপশনে লেখেন লহমা (Lahoma)। সেই সূত্রেই খবরের শিরোনামে অভিনেত্রী লহমা ভট্টাচার্য।